Advertisement
Advertisement
France

রাষ্ট্রসংঘে ভারতের পাশে ফ্রান্স, প্রশ্ন নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে

সুর চড়ালেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ।

France assures support to India at UN Security Council। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 18, 2023 11:30 am
  • Updated:November 18, 2023 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের দাবি জানাচ্ছে ভারত। সংস্কারের পক্ষেও লাগাতার সওয়াল করছে দিল্লি। এই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স।   

সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স (France)। এদিন সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের বলেন, “রাষ্ট্রসংঘের সংস্কার এর কর্তৃত্ব ও প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয়।” তিনি আরও বলেন, “নিরাপত্তা পরিষদে আমরা স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকার দেশগুলোর শক্তিশালী উপস্থিতি দেখতে চাই। প্যারিস ও নয়াদিল্লির কাছেও আফ্রিকার দেশগুলোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।” প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে এই গোষ্ঠীর স্থায়ী সদস্য করতে সমর্থন জানিয়েছিল ভারত।

Advertisement

[আরও পড়ুন: উত্তর গুঁড়িয়ে এবার দক্ষিণ গাজায় অভিযান! এলাকা খালি করার হুমকি ইজরায়েলের]

অন্যদিকে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে এদিন আরও একবার সুর চড়ান রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি বলেন, “রাষ্ট্রসংঘে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কার অন্যতম। রাষ্ট্রসংঘে এই নিয়ে নিয়মিত বিতর্ক হয়। কিন্তু এই সংস্কারের জন্য কোনও সময়সীমা ধার্য হয় না। কোনও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় না। ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক। গ্লোবাল সাউথের সদস্য দেশ হিসাবে আমরা অনেকবার এই দাবি জানিয়েছি। নিরাপত্তা পরিষদের টেবিলে আমাদের কোনও প্রতিনিধি নেই।” 

Advertisement

উল্লেখ্য, আধুনিক দুনিয়ায় সময়ের দাবি মেনে পরিষদে সংস্কারের পক্ষে বারবার সওয়াল করে এসেছে নয়াদিল্লি। ভারতের এই দাবিকে সমর্থন জানিয়েছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি সাবা করোসি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাবা করোসি বলেছিলেন, “নিরাপত্তা পরিষদের সদস্যরা মনে করে, পরিষদে আরও ভাল প্রতিনিধির প্রয়োজন রয়েছে। এমন দেশের প্রয়োজন রয়েছে যারা শান্তিস্থাপন ও মানুষের উন্নতির বৃহত্তর দায়িত্ব বহনে সক্ষম। ভারতও এমন একটি দেশ। সার্বিকভাবে বিশ্বের উন্নয়নের জন্য অবদান রাখতে পারে বলেই বিশ্বাস ভারতের।” ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া নয়াদিল্লির দাবিকে সমর্থন জানিয়েছে। কিন্তু বাদ সেধেছে চিন।

[আরও পড়ুন: পাকিস্তানে একের পর জঙ্গি খুন, দিল্লির ‘দুশমন’দের খতম করছে কারা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ