Advertisement
Advertisement

Breaking News

Imran

সন্ত্রাসে উসকানি থেকে ইসলামের অবমাননা, ইমরানের বিরুদ্ধে ঝুলছে ১২১টি মামলা

মামলার বেড়াজাল থেকে আদৌ রেহাই পাবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?

Imran Khan faces 121 cases across Pakistan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 9, 2023 6:26 pm
  • Updated:May 9, 2023 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোর থেকে ইসলামাবাদের আদালতে এসেছিলেন তিনি। সেই সময়ই তাঁকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। জানা যাচ্ছে, ৭০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান।

মঙ্গলবার ইমরান (Imran Khan) লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারি।

Advertisement

[আরও পড়ুন: সিগন্যালে দাঁড়াতে বলার ‘শাস্তি’, ট্রাফিক পুলিশকে বনেটে তুলে আধ কিলোমিটার ছুটল গাড়ি!]

এদিন জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলেও ইমরানের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ইসলামাবাদে রুজু হয়েছে ৩১টি মামলা। লাহোরে রয়েছে ৩০টি। বিশ্বাসঘাতকতা, ধর্মের অবমাননা, হিংসা ছড়ানো ও উসকানি, সন্ত্রাসে উসকানির মতো নানা অভিযোগ রয়েছে ইমরানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে কেবল লাহোরেই সন্ত্রাসের মামলা রয়েছে ১২টি। ফৈজলাবাদে ১৪টি। অন্যত্র রয়েছে ২২টি মামলা। সব মিলিয়ে ১২১টি মামলা রুজু হয়েছে ইমরানের বিরুদ্ধে। এতগুলি মামলার জাল কেটে ইমরান বেরতে পারেন কিনা সেটাই দেখার। এদিকে ইসলামাবাদের একটি আদালত আগামিকালই তাঁকে আরও একটি মামলায় অভিযুক্ত করবে যেখানে তিনি রাষ্ট্রীয় উপহার বিক্রি থেকে আয় লুকিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷

Advertisement

কিন্তু ইমরানের গ্রেপ্তারি কোন মামলায়? পাক সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, তাঁকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কী এই মামলা? ইমরানের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তিনি ও তাঁর স্ত্রী ৫০ বিলিয়ন পাকিস্তানি টাকার লেনদেনকে আইনি বৈধতা দিতে একটি রিয়েল এস্টেট ফার্ম থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। এই মামলাতেই এদিন গ্রেপ্তার হলেন ইমরান।

এদিকে এক পিটিআই নেত্রী মুসারত চিমাকে একটি ভিডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে, ‘ওরা ইমরান খানের উপরে অত্যাচার করছে। ওরা খান সাহেবকে মারধর করছে। ওরা খান সাহেবকে কিছু করেছে!’ এই মন্তব্যের পর থেকে নানা জল্পনা দেখা দিয়েছে ইমরানকে নিয়ে।

[আরও পড়ুন: সঙ্গম করতে গিয়ে চোট, কুনো জাতীয় উদ্যানে দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও এক চিতার মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ