Advertisement
Advertisement
Israel Meghalaya MP

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে তীর্থ করতে গিয়ে বিপত্তি, সপরিবারে আটকে রাজ্যসভা সাংসদ

আটকে রয়েছে ২৪ জন তীর্থযাত্রীর দল।

Meghalaya MP among 24 pilgrims stranded in crisis hit Israel | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 8, 2023 4:00 pm
  • Updated:October 8, 2023 4:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির ইজরায়েলে (Israel) আটকে পড়েছেন রাজ্যসভার সাংসদ ওয়ানেইরয় খারলুখি ও তাঁর পরিবার। জানা গিয়েছে, তীর্থযাত্রায় গিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েন তাঁরা। তীর্থযাত্রীর দলের ২৪ জনই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন। তাঁরা সকলেই মেঘালয়ের (Meghalaya) নাগরিক। ইতিমধ্যেই ইজরায়েল থেকে বেশ কয়েকজন ভারতীয় পড়ুয়ার আটকে থাকার খবর মিলেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, সাংসদ ও অন্যান্য তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করার কাজ চলছে।

মেঘালয়ের ক্ষমতাসীন দল এনপিপির (NPP) অন্যতম প্রধান নেতা ডঃ খারলুখি। স্ত্রী ও কন্যাকে নিয়ে জেরুসালেমে তীর্থ যাত্রায় গিয়েছিলেন। তাঁদের সঙ্গেই ছিলেন ২৪ জন তীর্থযাত্রী। শনিবার থেকে হামাস জঙ্গি ও ইজরায়েলের লড়াইয়ের মধ্যে আটকে পড়েছেন গোটা দলটি। জানা গিয়েছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেথলেহেমে রয়েছেন তাঁরা। সেখান থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে কোনওমতে যোগাযোগ করে নিজেদের অবস্থার কথা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]

রাজ্যসভার (Rajya Sabha) সাংসদের আটকে থাকার খবর পেয়েই বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন সাংমা। সূত্রের খবর, রবিবারই আটকে থাকা ভারতীয় তীর্থযাত্রীদের উদ্ধারের চেষ্টা করতে পারে মিশরের ভারতীয় মিশন। পাশাপাশি ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে সেখানকার দূতাবাস। নিরাপদ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে ইজরায়েলে থাকা ভারতীয়দের। প্রসঙ্গত, সবমিলিয়ে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক ইজরায়েলে বসবাস করেন।

Advertisement

তবে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়ে আতঙ্কে ভুগছেন ভারতীয় পড়ুয়ারা। ইজরায়েলে আটকে থাকা এক ভারতীয় পড়ুয়া গোকু মানবালান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানাচ্ছেন, ”আমি অত্যন্ত নার্ভাস ও ভীত। সৌভাগ্যবশত আমরা শেল্টারে রয়েছি। ইজরায়েলের পুলিশও কাছাকাছিই রয়েছে। এখনও পর্যন্ত নিরাপদেই রয়েছি। আমরা ভারতীয় দূতাবাসের লোকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। এখানে আমাদের ভারতীয় সম্প্রদায় বেশ ভালো। এবং আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছি।” আর এক পড়ুয়া বিমল কৃষ্ণমূর্তি জানাচ্ছেন, বারবার হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁর কথায়, ”ভারতীয় দূতাবাস আমাদের সকলের সঙ্গেই যোগাযোগ রেখেছ। আমাদের অবস্থান খতিয়ে দেখছে।”

[আরও পড়ুন: ভূমিকম্পে করাল থাবায় বিধ্বস্ত আফগানিস্তান, মৃতের সংখ্যা ছাড়াল ২ হাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ