Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

নতুন ধরনের করোনা ভাইরাসের হানা ইংল্যান্ডে! অল্প সময়ে আক্রান্ত বহু

লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা।

New variant of Coronavirus found in UK, may be spreading faster | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 15, 2020 2:34 pm
  • Updated:December 15, 2020 2:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন (Covid-19 vaccine) দেওয়া শুরু করেছে ব্রিটেন (Britain)। এর মধ্যেই দুঃসংবাদ! এক নতুন ধরনের কোভিড-১৯ (COVID-19) ভাইরাসের দেখা মিলেছে সেদেশে। ইংল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে সেই ভাইরাস থেকে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঘটনা সামনে এসেছে। ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যামক জানিয়েছেন, ইতিমধ্যেই বিষয়টি দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি ব্রিটেনের বিজ্ঞানীরাও বিস্তৃত গবেষণা শুরু করেছেন এই নতুন ধরনের ভাইরাস নিয়ে।

তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই নতুন করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়েছেন হাজারেরও বেশি মানুষ। তাঁর কথায়, ‘‘দক্ষিণ ইংল্যান্ডে ১ হাজারেরও বেশি মানুষ এই নতুন ধরনের ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। স্থানীয় অন্তত ৬০টি এলাকায় আক্রান্তদের খোঁজ মিলেছে।’’

Advertisement

[আরও পড়ুন: ট্রাম্পের চেষ্টায় জল ঢেলে বিডেনের জয়ে সিলমোহর ইলেক্টোরাল কলেজের]

গত সপ্তাহ থেকেই সংক্রমণ বেড়েছে লন্ডন, কেন্ট, এসেক্স ও হার্টফোর্ডশায়ারের একাংশে। এর মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করার কথা জানান ম্যাট। সেই সঙ্গে যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি সংক্রমণ আটকানো দরকার বলেও জানান তিন‌ি। লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা। বন্ধ রাখা হয়েছে সব হোটেল ও রেস্তোঁরা। পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে মেলামেশাও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

Advertisement

এদিকে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ক্রিস হুইট্টি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, নতুন ধরনের এই ভাইরাসকে অবশ্য পুরনো ও চেনা পদ্ধতির পরীক্ষাতেই চিহ্নিত করা যাচ্ছে। সেই সঙ্গে সকলকে আতঙ্কিত হতেও বারণ করেন তিনি। এই ভাইরাস বেশি ভয়ঙ্কর কিংবা এটা আরও বেশি সংক্রামক, এমন কিছু এখনই বলতে চাইছেন না তিনি। এবিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান ক্রিস।

[আরও পড়ুন: OMG! মায়ের মোবাইল থেকে ১১ লক্ষ টাকার অ্যাপ কিনল ছ’বছরের শিশু! তাজ্জব গোটা পরিবার]

প্রসঙ্গত, গত মঙ্গলবারই ব্রিটেনে শুরু হয়েছে গণ টিকাকারণ। তার আগের সপ্তাহে গণ টিকাকরণের ছাড়পত্র পেয়েছে ফাইজার (Pfizer) ও বায়োএনটেকের সম্ভাব্য কোভিড প্রতিষেধক। ভ্যাকসিন নিয়ে শরীরে ‘পার্শ্ব প্রতিক্রিয়া’র অভিযোগও উঠেছে। যাঁদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাঁদের ফাইজারের করোনা প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ