Advertisement
Advertisement

Breaking News

ইমরান খান

তীব্র অর্থসংকটে জেরবার, প্রতিরক্ষায় কাটছাঁট করল পাকিস্তান

এই উদ্যোগের প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Pakistan cuts defence budget amid financial crisis this year
Published by: Bishakha Pal
  • Posted:June 6, 2019 10:03 am
  • Updated:June 6, 2019 4:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সমস্যায় ডুবে রয়েছে পাকিস্তান। এই অবস্থায় নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল সে দেশের সেনাবাহিনী। প্রতিরক্ষা বাজেট বেশ কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সেনা। এই উদ্যোগের প্রশংসা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বুধবার ঘোষণা করেছেন, প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করে সেই টাকা বালুচিস্তান এবং উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা এরিয়া) নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে খরচ করা হবে।

পাক সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে এই কথা জানিয়েছেন। তবে প্রতিরক্ষা খাতে বাজেট কমালেও দেশের সুরক্ষা কোনওভাবে বিঘ্নিত হবে না বলে দাবি করেছেন তিনি। পাক সেনার এই নজিরবিহীন সিদ্ধান্তের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও পাক সেনাবাহিনী যে ভাবে প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন তিনি।

Advertisement

[ আরও পড়ুন: যৌন অভিরুচি প্রকাশ্যে এনে অভিনব পোস্ট শিখ যুবকের, প্রশংসা কুড়লেন ওবামার ]

Advertisement

এছাড়া আর কোনও উপায় ছিল না বলে ব্যাখ্যা করেছেন ইমরান। কারণ তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তানের অর্থনীতি। নানা দেশের কাছে ধার করেও অর্থনীতির হাল ফেরার কোনও আশা নেই। সেনা ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ বোঝাপড়া থাকলেই এই উদ্যোগ সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। ২০১৮-র হিসেব অনুযায়ী বিশ্বে যে দেশগুলি প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে, তার মধ্যে ২০তম স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে, আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে এই প্রথম হাফিজ সৈয়দকে ইদের নমাজে নেতৃত্ব দেওয়ার অনুমতি দিল না পাক সরকার।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রতি বছরই ইদের নমাজ পাঠে নেতৃত্ব দেয় হাফিজ। কিন্তু ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ মুম্বই হামলার মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘ ও মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে ইমরান খান সরকার এবার হাফিজকে নমাজ পাঠে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেয়নি।

[ আরও পড়ুন: রানির প্রশ্নে বেকুব ট্রাম্প, পরিস্থিতি সামাল দিলেন মেলানিয়া ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ