Advertisement
Advertisement
Jaishankar

‘পাক-সন্ত্রাস এখন শিল্পের পর্যায়ে’, তোপ জয়শংকরের

সিঙ্গাপুর সফরে গিয়ে আক্রমণাত্মক মেজাজে বিদেশমন্ত্রী।

S Jaishankar attacks Pakistan

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 24, 2024 9:07 am
  • Updated:March 24, 2024 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার পাকিস্তানকে (Pakistan) তুলোধোনা করল ভারত। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ প্রায় ‘শিল্পের পর্যায়ে’ পৌঁছে গিয়েছে। শনিবার সিঙ্গাপুরে বক্তব্য রাখার সময় ফের একবার ইসলামাবাদকে এইভাবেই একহাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তিনদিনের বিদেশ সফরে সিঙ্গাপুরে এসেছেন তিনি।

শনিবার তাঁর লেখা বই ‘হোয়াই ভারত ম্যাটারস’ সংক্রান্ত এক বক্তৃতায় প্রশ্নোত্তর পর্বে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ প্রসঙ্গে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও মুখ খোলেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের ওই অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেন, ‘‘প্রত্যেক দেশই চায় যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক থাকে। যদি আর কিছু নাও হয়, যাতে অন্তত প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত, ভারতের ক্ষেত্রে সেরকম নয়।’’

Advertisement

[আরও পড়ুন: পুলিশ ভ্যানে ইন্দিরা! জনতা সরকারের ‘ঐতিহাসিক ভুলে’ রাজনৈতিক পুনর্জন্ম প্রিয়দর্শিনীর]

পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়ে যাচ্ছে সে কথা মনে করিয়ে দিয়ে বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, ‘‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে, প্রতিবেশীর এই বিষয়টি যেখানে গোপন নেই, তখন আপনি সেই প্রতিবেশীর সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন? এটি কোনও একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটিকে তারা একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের কী করণীয়? আমাদের এটার মোকাবিলার উপায় খুঁজে বের করতে হবে। কারণ সমস‌্যা এড়িয়ে যাওয়া কোনও সমাধান নয়, সেটা শুধু সমস্যাকে আরও ডেকে আনে।’’

Advertisement

[আরও পড়ুন: ‘তিহার জেলে স্বাগত’, কেজরিওয়ালকে আগাম অভ্যর্থনা ‘ঠগবাজ’ সুকেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ