Advertisement
Advertisement

Breaking News

Mexico

আলোচনায় মিলল রফাসূত্র! মেক্সিকোর উপর আপাতত ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছে না আমেরিকা

আমেরিকার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রুখতে মেক্সিকোর কড়া নিরাপত্তার আশ্বাসেই গলল বরফ।

Tariffs against Mexico delayed by USA
Published by: Paramita Paul
  • Posted:February 3, 2025 11:41 pm
  • Updated:February 3, 2025 11:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনায় মিলল সমাধান সূত্র! আপাতত বর্ধিত মার্কিন শুল্ক থেকে রেহাই পাচ্ছে মেক্সিকো। আমেরিকার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রুখতে মেক্সিকোর কড়া নিরাপত্তার আশ্বাসেই গলল বরফ।

শনিবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পড়শি মেক্সিকো থেকে পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। মূলত সীমান্তে মাদক চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ মেক্সিকোর গাছাড়া মনোভাবের ফলস্বরূপ শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছিলেন ট্রাম্প। ঘোষণার পরই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনব্যোম জানিয়েছিলেন বিষয়টি নিয়ে আমেরিকা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। সেই আলাপচারিতার ফল মিল হাতেনাতে। নয়া শুল্কনীতি কার্যকর আরও একমাস পিছিয়ে দিলেন ট্রাম্প।

Advertisement

মেক্সিকোর প্রেডিডেন্ট জানিয়েছেন, ফেনেটানিল-সহ মাদক পাচার রুখতে উত্তর সীমান্তে আজ থেকেই ন্যাশনাল সিকিওরিটি বাহিনীর ১০ হাজার জওয়ান মোতায়েন করা হচ্ছে। সেই প্রতিশ্রুতিতেই নিজের অবস্থান থেকে প্রাথমিকভাবে সরে দাঁড়ালেন ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথে’ একথা জানিয়েছেন ট্রাম্পও। জানিয়েছেন দুপক্ষের মধ্যে ইতিবাক আলোচনা হয়েছে।

দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপান। ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন ট্রাম্প। কথা ছিল, মঙ্গলবার থেকে কার্যকর হবে নয়া শুল্কনীতি। তার আগে মেক্সিকোকে আরও একমাস সময় দেওয়া হল। উল্লেখ্য, কলম্বিয়া থেকে আসা পণ্যের উপরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। কারণ, তারা তাদের দেশের শরণার্থীদের ফেরত নিতে চায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement