Advertisement
Advertisement

Breaking News

Bosnia

ইনস্টাগ্রাম লাইভে প্রাক্তন স্ত্রীকে খুন, আরও ২ ব্যক্তিকে হত্যার পর আত্মঘাতী বডিবিল্ডার

কেন এই হত্যা?

This Bosnian bodybuilder livestreams murder of ex-wife and 2 others before killing self | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 12, 2023 4:12 pm
  • Updated:August 12, 2023 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকমাধ্যমে লাইভ করে প্রাক্তন স্ত্রীকে নৃশংস হত্যার অভিযোগ উঠল বসনিয়ার (Bosnia) এক বডিবিল্ডার যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় তিনি আরও দুই ব্যক্তিকে হত্যা করেন বলে অভিযোগ। শেষে নিজেকে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। গত শুক্রবারের এই হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশের সাধারণ নাগরিকরা। ঠিক কী কারণে প্রাক্তন স্ত্রীকে হত্যা করেছেন যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।

গত শুক্রবার এই হত্যাকাণ্ড ঘটেছে গ্রাডাকাক নামের একটি শহর। স্ত্রী-সহ ৩ জনকে হত্যা ছাড়াও আরও তিন ব্যক্তি আহত হয়েছেন অভিযুক্ত যুবকের হামলায়। তুজলা শহরের পুলিশ জানিয়েছে, পেশায় বডিবিল্ডার অভিযুক্ত নারমিন সুলেজমানভিচ আত্মঘাতী হয়েছেন। এই মামলার আইনজীবী জানিয়েছেন, স্ত্রীকে হত্যার পর গ্রাডাকাকের রাস্তায় আগ্নেয়াস্ত্র হাতে নেমে পড়েন যুবক। পথচারী এক ব্যক্তি এবং তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তাঁর ছোড়া গুলিতে আহত হয়েছেন একজন পুলিশকর্মী, এক ব্যক্তি এবং একজন মহিলা।

Advertisement

[আরও পড়ুন: ‘ফেক নিউজ’ ছড়ালেই ৩ বছরের জেল! নয়া আইন আনছে কেন্দ্র]

বসনিয়ার সংবাদমাধ্যমগুলির দাবি, বেশ কিছুদিন যাবৎ প্রাক্তন স্ত্রীকে হুমকি দিচ্ছিলেন গ্রাডাকাকের বাসিন্দা বডিবিল্ডার। এর পর শুক্রবার আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালান তিনি। মৃত্যু হয় তরুণীর। গোটা ঘটনা ইনস্টাগ্রামে লাইভ করেন। সামাজিকমাধ্যমে লেখেন, “এখন আপনারা লাইভ খুন দেখবেন”। ওই ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীর কপালে গুলি করছেন যুবক। গুলির শব্দে চিৎকার করে ওঠে এক শিশু। যদিও তাকে ভিডিওতে দেখা যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী। প্রায় ১২ হাজার মানুষ নৃশংস ভিডিও দেখেন। ঘটনাস্থল ছেড়ে পালানোর সময় আরও দুই ব্যক্তিকে হত্যা করেন অভিযুক্ত। শেষে নিজেকে গুলি করে আত্মঘাতী হন। ঘটনার নিন্দায় সরব হয়েছে বসনিয়া সরকার এবং সাধারণ মানুষ। সরকারি নির্দেশে নৃশংস ভিডিওটিকে সরিয়ে নেওয়া হয়েছে ইনস্টাগ্রাম থেকে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ