Advertisement
Advertisement
Tiktok

কেন বিপজ্জনক টিকটক? চাঞ্চল্যকর তথ্য দিল হোয়াইট হাউস

সরকারি কর্মীদের ফোন থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।

TikTok a

ছবি: প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:March 2, 2023 8:50 am
  • Updated:March 2, 2023 8:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা অ্যাপ টিকটক নিয়ে তুঙ্গে বিতর্ক। সম্প্রতি সরকারি কর্মীদের ফোন থেকে অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এবার এই পদক্ষেপের কারণ জানিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে হোয়াইট হাউস।

বুধবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের স্পষ্ট জানান, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদ টিকটক। তিনি বলেন, “আমরা আগেও বলেছি যে টিকটক নিয়ে উদ্বেগের বেশকিছু কারণ রয়েছে। যেভাবে চিন মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। তাই এই বিষয়ে পদক্ষেপ করতে আমরা (বাইডেন প্রশসন) কংগ্রেসকে অনুরোধ জানিয়েছি।”

Advertisement

উল্লেখ্য, সোমবার ৩০ দিনের মধ্যেই সমস্ত সরকারি ফোন থেকে টিকটক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। একই পদক্ষেপ করেছে কানাডাও। গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে একাধিক দেশ টিকটক নিষিদ্ধ করেছে। গতকাল, আমেরিকায় টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্ষমতা হারিয়ে বদলা নিতে ফুঁসছে পশ্চিম’, জি-২০ বৈঠকের আগেই তোপ রাশিয়ার]

এদিকে, টিকটিক নিয়ে আমেরিকার সিদ্ধেন্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিন। চিনা বিদেশমন্ত্রকের বক্তব্য, গায়ের জোরে বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলিকে দাবিয়ে রাখছে আমেরিকা। সম্পূর্ণ যুক্তিহীনভাবে যুবপ্রজন্মের পছন্দের অ্যাপটিকে নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে ওয়াশিংটন।

বলে রাখা ভাল, ভারত-সহ একাধিক দেশের তরফেই অভিযোগ, টিকটক (Tiktok) অ্যাপের মাধ্যমে ইউজারদের সমস্ত তথ্য পাচার করছে চিন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চিনা টেক সংস্থাটি। ২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চিনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করা সম্ভব হয়নি টিকটক। এবার আইন করে টিকটক বন্ধের পথে হাঁটছে আমেরিকা।

[আরও পড়ুন: কিমের আপন দেশে… হলিউডের ছবি দেখলেই পাঁচ বছরের জেল শিশুদের! শাস্তি অভিভাবকদেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ