২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মাতৃত্বকালীন জটিলতায় প্রতি ২ মিনিটে একজন মহিলার মৃত্যু, রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ

Published by: Kishore Ghosh |    Posted: February 23, 2023 11:01 am|    Updated: February 23, 2023 11:01 am

UN Report that A Woman Dies Every 2 Minutes During Pregnancy Or Childbirth | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভকালীন সমস্যায় বা প্রসব জটিলতায় গোটা বিশ্বে প্রতি ২ মিনিটে একজন মহিলার মৃত্যু হয়, জানাল রাষ্ট্রসংঘ (United Nation)। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়েছে, গত ২০ বছরে গর্ভবতী মেয়েদের মৃত্যুর হার (Pregnant Women Death Rate) এক-তৃতীয়াংশ কমেছে।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং রাষ্ট্রসংঘের বেশ কয়েকটি শাখা সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদন। সেখানে জানানো হয়েছে, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত তা মোটামুটি একই ছিল। যদিও কিছু অঞ্চলে গর্ভবতীদের মৃত্যুর হার বেড়েছে।

[আরও পড়ুন: লাগে টাকা দেবে চিন, দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ জিনপিং!]

রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়েছে, গত ২০ বছরে সার্বিকভাবে গর্ভকালীন সমস্যায় অথবা প্রসব জটিলতায় মহিলাদের মৃত্যুর হার ৩৪.৩ শতাংশ কমেছে। প্রতি ১ লক্ষে ৩৩৯ জন গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে ২০০০ সালে। ২০২০ সালে তা কমে হয়েছে প্রতি ১ লক্ষে ২২৩ জন। অর্থাৎ ২০২০ সালে দৈনিক ৮০০ সন্তানসম্ভবা নারীর মৃত্যু হয়েছে। যার অর্থ গর্ভকালীন বা প্রসব জটিলতায় প্রতি ২ মিনিটে ১ জন মহিলার মৃত্যু। এই পরিসংখ্যান সুখের নয়, বলা বাহুল্য।

রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুয়ায়ী গত কয়েক দশকে গর্ভবতীর মৃত্যুর হার সবচেয়ে কমেছে বেলেরুশে। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমেছে ৯৫.৫ শতাংশ। অন্যদিকে গর্ভবতীর মৃত্যুর সংখ্যায় শীর্ষে ভেনেজুয়েলা। তবে ২০০০-২০১৫ সময়পর্বে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেড়েছে আমেরিকায়। হু প্রধান টেডরস আধানম গেব্রেয়েসুস-এর বক্তব্য, “এই পরিসংখ্যান প্রত্যেক মহিলার অধিকার গর্ভকালীন সুরক্ষা তথা পরিষেবার দাবি করে।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে