Advertisement
Advertisement

Breaking News

Afghanistan

ডেডলাইনের আগেই Afghanistan ছাড়ল মার্কিন সেনা, ‘পূর্ণ স্বাধীনতা’ দেখছে Taliban

সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের।

US Army exits Afghanistan just before compeleting deadline, Taliban feel 'complete freedom' | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 31, 2021 9:02 am
  • Updated:August 31, 2021 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটায় ঠিক রাত ১১.৫৯। ক্যালেন্ডারের পাতায় ৩১ আগস্ট পড়ার আগেই অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতি পালন করে আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনাবাহিনী (US Army)। ২০ বছর পর আফগানভূম (Afghanistan) থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল আমেরিকা।

গভীর রাতেই বিবৃতি দিয়ে তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আর মার্কিন সেনা প্রত্যাহারকে ‘পূর্ণ স্বাধীনতা’ হিসেবে দেখছে তালিবান। রাতেই আতসবাজি পুড়িয়ে তারা উল্লাসে মেতেছে। তাদের বক্তব্য, ২০ বছর ধরে আফগানিস্তানকে রক্তাক্ত করার পর অবশেষে ফিরে গিয়েছে মার্কিন সৈন্যরা। অন্যদিকে, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ আফগানবাসীর সাহায্যের জন্য সবসময় প্রস্তুত আমেরিকা। তবে তালিবানের সরকারকে স্বীকৃতি দেবে না। তাই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও, মানবিকতার স্বার্থে পাশে থাকছে বাইডেন প্রশাসন।

ডেডলাইন ছিল ৩১ আগস্ট। আফগানিস্তানের দখল নিয়ে মার্কিন-সহ ন্যাটো (NATO) গোষ্ঠীর বিদেশি সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল তালিবান (Taliban)। চ্যালেঞ্জ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। আর সেই কারণেই টানা অপারেশনে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিককে ফিরিয়ে আনার পর ডেডলাইন শেষের আগেই সেনা প্রত্যাহার করে নিল পেন্টাগন।কাবুলে US মিশনের সমাপ্তি ঘোষণা করেন বাইডেন। C-17 বিমানটি শেষ সেনা আধিকারিক মেজর জেনারেল ক্রিস ডোনাহিউকে নিয়ে উড়ে গেল কাবুল বিমানবন্দর ছেড়ে। যদিও বেসরকারি সূত্রে খবর, এখনও প্রায় ১০০ জন আটকে আফগানিস্তানে। 

[আরও পড়ুন: Taliban Condemn America: ‘না জানিয়ে এয়ার স্ট্রাইক বেআইনি’, আমেরিকার নিন্দায় সরব তালিবান]

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২০ বছরের আফগানযুদ্ধে ২৪৬১ সেনার মৃত্যু হয়েছে। জখমের তালিকায় আরও কয়েক হাজার সেনা। আফগানিস্তানের সাধারণ নাগরিক এবং মার্কিন সেনাদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা। 

[আরও পড়ুন: তালিবান শাসন শুরু হতেই আফগানিস্তানে ফিরল লাদেনের দেহরক্ষী, মাথাচাড়া দিচ্ছে নয়া আশঙ্কা]

আর মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশের ‘পূর্ণ স্বাধীনতা’র আনন্দে কাবুল বিমানবন্দরের দখল নিয়ে শূন্যে গুলি ছুড়ে উল্লাসে মাতল তালিবান বাহিনী। তালিবান মুখপাত্র কারি ইউসুফ বলছে, ”শেষ মার্কিন সেনা কাবুলের মাটি ছেড়ে চলে যাওয়ার পরই আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ