Advertisement
Advertisement
US Israel Hamas

ইজরায়েলে আটকে ৬ লক্ষ মার্কিন নাগরিক, দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ আমেরিকার

যুদ্ধের তীব্রতা বাড়ার আশঙ্কা করছে মার্কিন প্রশাসন।

US Preparing For Possible Mass Evacuation If Israel-Hamas War Escalates: Report | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 25, 2023 1:43 pm
  • Updated:October 25, 2023 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল (Israel) ও লেবাননে (Lebanon) আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে আমেরিকা (USA)। সেদেশের রিপোর্টে জানা গিয়েছে, যদি যুদ্ধের তীব্রতা এইভাবে বাড়তে থাকে তাহলে মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ইজরায়েল ও লেবানন মিলিয়ে প্রায় সাত লক্ষ মার্কিন নাগরিক বসবাস করেন। তাঁদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত মার্কিন প্রশাসন।

আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সূত্রে খবর, যুদ্ধে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করার পরিকল্পনা চলছে প্রশাসনের অন্দরে। ইতিমধ্যেই ইজরায়েলে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল ছাড়া কার্যত অসম্ভব। হামাসের (Hamas) বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধের তীব্রতা আরও বাড়বে বলেই অনুমান। ফলে বিশেষ বিমানের ব্যবস্থা না করলে যুদ্ধের মধ্যেই আটকে থাকতে বাধ্য হবেন মার্কিন নাগরিকরা। 

Advertisement

[আরও পড়ুন: যত রহস্য বেজিংয়ে! দুই মন্ত্রী উধাও, এবার আরও দুজনকে সরিয়ে দিল চিন]

ইজরায়েলের পাশাপাশি লেবাননের পরিস্থিতি নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। দুই দেশে বসবাসকারী প্রত্যেক মার্কিন নাগরিককেই আমেরিকায় ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। এখনই সরকারিভাবে কোনও সিদ্ধান্ত না নিলেও প্রশাসনের অন্দরে তোড়জোড় শুরু হয়েছে। ইজরায়েলের ৬ লক্ষ ও লেবাননের ৮৬ হাজার মার্কিন নাগরিকের প্রত্যেককেই দেশে ফিরিয়ে আনা হবে। বিশাল সংখ্যক মানুষকে ফেরানোর জন্য যে পরিবহন ব্যবস্থার প্রয়োজন, তার ব্যবস্থাও শুরু করেছে মার্কিন প্রশাসন।

Advertisement

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরেই অপারেশন শুরু করে ভারত সরকার। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে তাঁদের উদ্ধার করে আনা হয়। এবার সেই একই পথে হাঁটতে চলেছে আমেরিকাও। যদিও যুদ্ধের সময়ে ইজরায়েলকে সমর্থন করছে আমেরিকা। তবে প্রশাসনের অন্দরের খবর, বন্ধুরাষ্ট্র ইজরায়েলে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা।

[আরও পড়ুন: এবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত কানাডা! গুলিবিদ্ধ হয়ে মৃত তিন শিশু-সহ ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ