Advertisement
Advertisement

Breaking News

Shinzo Abe

রাষ্ট্রের খরচে শিনজো আবের শেষকৃত্যে আপত্তি, প্রতিবাদে প্রকাশ্যে গায়ে আগুন দিল যুবক

সরকারি খরচে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য চান না পঞ্চাশ শতাংশ নাগরিক।

Wednesday a Man Opposing Shinzo Abe's State Funeral Sets Himself On Fire | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 21, 2022 9:54 am
  • Updated:September 21, 2022 12:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ সেপ্টেম্বর টোকিওয় (Tokyo) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে জাপানের (Japan) প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe)। শেষকৃত্যে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। যদিও সরকারি কোষাগারের অর্থে আবের শেষকৃত্য নিয়ে বিরোধ চরমে উঠেছে জাপানে। বুধবার এর প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক যুবক। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে। অগ্নিদগ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ওই যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (Fumio Kishida) দপ্তরের সামনে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। প্রধানমন্ত্রীর দপ্তরও এই বিষয়ে মুখ খুলতে চায়নি। জানা গিয়েছে, ওই ব্যক্তি সরকারি অর্থে আবের আসন্ন শেষকৃত্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে। আচমকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

[আরও পড়ুন: ভারতের মানচিত্র থেকে বাদ অরুণাচল, লাদাখ! এসসিও-তে ‘চিনা-কীর্তি’ ঘিরে বিতর্ক তুঙ্গে]

উল্লেখ্য, জাপানে রাষ্ট্রের তত্ত্বাবধানে শেষকৃত্যের ঘটনা বিরল। এই বিষয়ে জনমত নেওয়া হলে দেখা যায়, দেশের ৫০ শতাংশ নাগরিক রাষ্ট্রের খরচে অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধী। যদিও জাপানের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদায় তথা সরকারি কোষাগারের অর্থেই করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। এই নিয়েই অশান্তি চলছে সেদেশে। ২৭ সেপ্টেম্বরের অন্ত্যেষ্টির বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। তাঁদেরই একজন বুধবার প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

[আরও পড়ুন: রানির অন্ত্যেষ্টিতে ‘গড সেভ দ্য কিং’ গাইলেন না প্রিন্স হ্যারি! ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই আবের উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় আবেকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছিল ভারত সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ