Advertisement
Advertisement

Breaking News

দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!

এ কী কাণ্ড!

Woman puts husband up for sale on eBay
Published by: Tanujit Das
  • Posted:December 30, 2018 8:58 pm
  • Updated:December 30, 2018 9:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে যেমন ভালবাসা থাকবে, তেমনই কলহ থাকবে এটাও স্বাভাবিক৷ কিন্তু সেই কলহ ধীরে ধীরে বাড়লে তা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে৷ আইনত বিচ্ছেদের পথে সম্পর্কে ইতি টানেন অনেকে৷ তবে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে জার্মানির এই মহিলা যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই৷ এমন উপায়েও যে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ ঘটানো যায় তা দেখালেন তিনি৷ দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে বিরক্তি জন্মে গিয়েছিল৷ অবশেষ স্বামীকে অনলাইনে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন জার্মানির হ্যামবুর্গের বাসিন্দা ডর্টে এল৷

[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]

Advertisement

জানা গিয়েছে, তাঁর স্বামীকে বিক্রির জন্য ই-কমার্স সাইট ‘ইবে’তে বিজ্ঞাপন দিয়েছেন বছর চল্লিশের এই মহিলা৷ বিজ্ঞাপনের বিবরণে ডর্টে জানিয়েছেন, সাত বছর ধরে কাটান বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি৷ তাই স্বামীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ কেউ মাত্র ১৬ পাউন্ড মূল্য দিলেই স্বামীকে বিক্রি করে দেবেন তিনি৷ যদি কারও কোনও অসুবিধা থাকে, প্রয়োজনে দরাদরি করতেও রাজি তিনি৷ কেন আইনি পথে বিচ্ছেদ করছেন না৷ যদিও এই বিষয়ে কোনও সদুত্তর দেননি ডর্টে এল নামের ওই মহিলা৷

Advertisement

[পুরস্কার মঞ্চে দুর্ঘটনা, আগুনে জ্বলে গেল সেরা সুন্দরীর চুল]

তবে, বিজ্ঞাপনের খবরটি কিছু সময়ের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ রীতিমতো ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় পড়তে শুরু করে মজাদার সমস্ত বক্তব্য৷ বিশেষ করে খবরটি বেশি প্রভাব ফেলেছে মহিলাদের মধ্যে৷ এমনকি, ডর্টেও জানিয়েছেন, বিজ্ঞাপনটি দেওয়ার পর থেকেই বেশ ভাল সাড়া পাচ্ছেন তিনি। যত না তাঁর স্বামীকে ক্রয় করার আবেদন পাচ্ছেন৷ তারচেয়ে অনেক বেশি পাচ্ছেন হাস্যকর সমস্ত মেসেজ। যদিও এই বিজ্ঞাপনের বিষয়ে প্রথমে কিছুই জানতেন না ডর্টের স্বামী৷ সংবাদমাধ্যমে খবরটি প্রচারিত হলে, তিনিও জানতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ