Advertisement
Advertisement

Breaking News

Accident

নেশার টানই কাল! বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে দুর্ঘটনা, বনগাঁয় মৃত ২

মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যান চালকেরও।

2 died in an accident at Bongaon

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 4, 2024 9:51 am
  • Updated:April 4, 2024 9:51 am

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাইকে চেপে দূর দূরান্তে চা খেতে যাওয়ার নেশাই কাল। বনগাঁয় বন্ধুদের নিয়ে বাইক চালিয়ে চা খেয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী ও ইঞ্জিন ভ্যান চালকেরও। গুরুতর আহত দুই বাইক আরোহী যুবক বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ বাগদা সড়কের কাকলেমারি ব্রিজ এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভ্যানচালকের নাম তরণী সেন। বাড়ি গোপালনগর থানার চালকি এলাকায়। মৃত বাইক চালকের নাম অর্ক রায় (২১)। বাড়ি বনগাঁ থানার গারাপোতার পাগলতলা এলাকায়। গুরুতর আহত দুই যুবকের নাম মুস্তাকিন মণ্ডল ও প্রসেনজিৎ মণ্ডল। একই এলাকার বাসিন্দা তাঁরাও।

Advertisement

[আরও পড়ুন: কোচবিহারে মেগা ডুয়েল, মুখোমুখি মমতা-মোদি, ভোকাল টনিকের অপেক্ষায় দলীয় কর্মীরা?]

স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দ শুনে ঘুম থেকে উঠে রাস্তায় এসে তাঁরা দেখেন কয়েকজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ইঞ্জিনভ্যান চালকের পরিবারের এক সদস্য জানিয়েছেন, বাগদায় একটি মেলায় দোকান দিয়েছিল তরণী। রাতে মেলা শেষ করে বাড়ি ফিরছিল। তাঁর পিছনে আরও দুজন সহকর্মীও অন্য ইঞ্জিনভ্যানে আসছিলেন।

Advertisement

সহকর্মী বিষ্ণু দাস বলেন, “দাদা কাকলিমারী ব্রিজ এলাকায় ইঞ্জিনভ্যান নিয়ে রাস্তার বাঁদিকে দাঁড়িয়েছিল। বাইকটি বনগাঁর দিক থেকে এসে সজোরে তাঁর ইঞ্জিনভ্যানে ধাক্কা মারে। বাইকে ছিল তিন যুবক। বেপরোয়া গতিতে এসে বাইকটি ধাক্কা মারায় ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে তরণী ও বাইকে থাকা তিন যুবক।” খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় বনগাঁ থানার পুলিশ। আহত এক যুবক জানিয়েছেন, তাঁরা গোপালনগর চালকি এলাকায় একটি দোকানে চা খেতে এসেছিল। সেখান থেকে রাতে বাড়ি ফিরছিলেন।

[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ