Advertisement
Advertisement
বিস্ফোরণ

পাঁচদিনের লড়াই শেষ, মৃত্যু হল ঘুটিয়ারি শরিফের বিস্ফোরণে জখম জুলফিকরের

মঙ্গলবার বিস্ফোরণে ঝলসে গিয়েছিল ওই খুদে।

A child died in Ghutiari Sharif blast case on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 23, 2020 4:32 pm
  • Updated:February 23, 2020 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিন যমে-মানুষে টানাটানির পর জীবনযুদ্ধে হার মানল ছোট্ট জুলফিকর লে। চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ল ঘুটিয়ারি শরিফে বোমা বিস্ফোরণে জখম খুদে। শিশুর মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। এদিন দুপুরে ঘুটিয়ারি শরিফে একটি বাড়ির পিছন দিকে খেলছিল এলাকারই কয়েকটি খুদে। সেই সময় আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ঝলসে গিয়েছে ৩ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ২ খুদেকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরুর পর বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশু। ওই হাসপাতালেই চিকিৎসা চলছিল জুলফিকরের। চিকিৎসায় সামান্য সাড়াও দিয়েছিল সে। কিন্তু অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল তাকেও। রবিবার সকালে চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘যুদ্ধ’ শেষের ইঙ্গিত! বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত জগদীপ ধনকড়]

এরপরই ক্ষোভে ফুঁসতে শুরু করে শিশুর পরিবার ও পরিজনরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। প্রসঙ্গত, বিস্ফোরণের দিনই ঘটনায় যোগসাজোশ রয়েছে এই সন্দেহে আটক করা হয়েছিল ১ জনকে। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কী কারণেই বা ওই জনবসতিপূর্ণ এলাকায় বোমা মজুত করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় যুবককে বেধড়ক মার, কেটে নেওয়া হল চুল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ