Advertisement
Advertisement
কালনা

ডাইনি অপবাদে মহিলাকে মারধর, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তরুণী

আহতরা কালনা হাসপাতালে চিকিৎসাধীন।

A woman thrashes by mob in Burdwan's Kalna area
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 1, 2019 5:26 pm
  • Updated:October 1, 2019 5:26 pm

রিন্টু ব্রহ্ম, কালনা: ফের রাজ্যে ডাইনি অপবাদে নিগৃহীত এক মহিলা। বেধড়ক মারধর করা হয়েছে তাঁকে। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালনার ভৈরবনালা গ্রামে। ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ২ জন। আহতরা কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন:দেশ রক্ষা করতে গিয়ে পাক সীমান্তে তলিয়ে গেলেন বাংলার জওয়ান, শোকে কাতর পরিবার]

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কালনার ভৈরবনালা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা। এরপরই গ্রামের বাসিন্দারা ঘটনার দায় চাপান এলাকারই এক মহিলার উপর। এই নিয়ে গ্রামে চাপানউতোর শুরু হয়। এরপর সমস্যা মেটানোর জন্য সোমবার রাতে গ্রামের মোড়ল ওই মহিলার পরিবার  ও গ্রামবাসীদের নিয়ে একটি সালিশি সভার আয়োজন করেন। অভিযোগ, সভা চলাকালীন উত্তেজিত কয়েকজন যুবক ওই মহিলার উপর হামলা চালায়। অকথ্য গালিগালাজ ও মারধর করা হয় তাঁকে। মাকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই মহিলার একমাত্র মেয়ে।

Advertisement

এরপর কলেজ পড়ুয়া ওই তরুণী এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করেন কুসংস্কারের বশবর্তী হয়ে ভুল পথে হাঁটছেন গ্রামবাসীরা। একথা বলার পর ফের আক্রমণ করা হয় ওই মহিলার মেয়েকে। জানা গিয়েছে, এদিনের ঘটনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ জন। পরে গ্রামবাসীরা আহত তিনজনকে গ্রামবাসীরা উদ্ধার করে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করেছেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহতরা। সূত্রের খবর, এখনও এবিষয়ে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: পুজোর আগে নয়া উদ্যোগ, শিলিগুড়িতে ছুটবে পরিবেশবান্ধব সাদা অটো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ