Advertisement
Advertisement

Breaking News

Birbhum

স্টোনম্যান আতঙ্কে কাঁপছে বীরভূম! দুসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, যুবককে মাথা থেঁতলে খুন

পুলিশের সন্দেহ, খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

Another bruised body found in Birbhum | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2023 10:11 am
  • Updated:November 8, 2023 10:19 am

নন্দন দত্ত, বীরভূম: ফের স্টোনম্য়ান আতঙ্ক বীরভূমে (Birbhum)! দুসপ্তাহের মধ্যে একই কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল বীরভূমের মহম্মদবাজার এলাকায়। বুধবার সকালে মহম্মদবাজারে একটি দিঘির পাড় থেকে মাথা, মুখ থেঁতলানো দেহটি উদ্ধার হয়। ফলে ফের একবার স্টোনম্যানের আতঙ্ক ছড়াল অনুব্রত মণ্ডলের জেলায়।

বুধবার সকালে মুরগাবনি এলাকায় যুবকের ওই বীভৎস মৃতদেহ দেখে কানাঘুষো শুরু হয়ে যায়। কারণ মৃতদেহটি যেখান থেকে উদ্ধার হয়, তার কিছুটা দূরেই টোলট্যাক্স আদায়ের জায়গা। তার পরেই যে নতুন দিঘি খনন করা হয়েছে তার পাড়েই পরেছিল দেহটি। পরনে নীল গেঞ্জি ও জিনসের প্যান্ট। পুলিশ জানিয়েছে, বছর চল্লিশের ওই ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি। মৃতদেহের মাথার কাছে ভারী তিনটি পাথর ছিল। মহম্মদবাজার পুলিশের প্রাথমিক অনুমান ট্রাকের খালাসিকে কোথাও খুন করে রাস্তার ধারে ফেলে দিয়েছে। যাতে তাঁকে চিনতে না পারা যায় সেজন্য ভারী পাথর দিয়ে মুখ, মাথা থেঁতলে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সিউড়িতে গভীর রাতে একইভাবে এক যুবকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। শহরের মাঝে ঘটনাটি ঘটায় সিসি টিভি দেখে পুলিশ জানতে পারে এক যুবক রাস্তার পাশে পরে থাকা ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করেছে। সেই ঘটনায় সিউড়ির বাসিন্দা মোবারক শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তার কিছুদিনের মধ্যেই মহম্মদবাজার এলাকায় একইভাবে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল।

Advertisement

[আরও পড়ুন: বাঁকুড়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, রাজনৈতিক কারণে খুন দাবি পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ