Advertisement
Advertisement

Breaking News

Birbhum

বীরভূমে স্টোনম্যান! ত্রিকোণ প্রেমের জটিলতায় যুবকের মাথা থেঁতলে খুনের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ।

Birbhum youth allegedly murdered in stone man style | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 28, 2023 6:09 pm
  • Updated:October 28, 2023 6:14 pm

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে স্টোনম্যান! শুক্রবার গভীর রাতে এক যুবককে ‘স্টোনম্যানের’ কায়দায় ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করল আরেক যুবক। শনিবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে শেখ কুতুবুদ্দিন ওরফে বাবু নামে ওই যুবককে উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ। কিন্তু সকালের আলো ফুটতেই শহরে ‘স্টোনম্যানের’ কায়দায় পাথর দিয়ে থেঁতলে মারার সেই বীভৎস ফুটেজ দেখে চমকে ওঠে।

পুলিশের সিসি ক্যামেরার ছবি লিক হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে হয় জেলা পুলিশকে। পরিস্থিতি এমন দাঁড়ায় জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে তথ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ওই ভাইরাল ছবি না দেখানোর অনুরোধ করেন। এদিকে ছবি দেখে সাঁইথিয়া থানার মাধ্যমে কুতুবুদ্দিনের পরিবার খবর পায়। তার ভাই নিজামুদ্দিন ও দিদি হীরাবিবি এসে তাঁর ভাইয়ের দেহ শনাক্ত করে। সিউড়ি থানার পুলিশ খুনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শেখ কায়েশ ও শেখ মুবারককে তুলে নিয়ে আসে। সিউড়িতে ‘স্টোনম্যানের’ চাঞ্চল্য থামাতে সন্ধে পর্যন্ত সিউড়ি থানায় এসে ঘটনার তদন্ত চালান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পরাগ ঘোষ-সহ পুলিশ আধিকারিকেরা। তবে প্রকাশ্যে চৌরাস্তার মোড়ে পাথর দিয়ে এক যুবককে থেঁতলে মারার তিনঘন্টা পরে ঘটনাস্থলে পুলিশ আসায় সে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: মর্মান্তিক! পা হড়কে ফুটন্ত জলের হাঁড়িতে পড়ে প্রাণ হারালেন যুবক]

ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। সাঁইথিয়া থানার নবডাঙাল গ্রামের বাসিন্দা শেখ কুতুবুদ্দিন। পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী, ছেলে আছে। তাঁর দিদি হীরাবিবি দাবি করেন, সিউড়ির কাছে কালীপুর গ্রামে বুলু নামে এক গৃহবধুর সঙ্গে তাঁর ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাঁর ফোন পেলেই সে কালীপুর ছুটে চলে আসত। সেভাবেই গত শুক্রবার রাত্রে কুতুবুদ্দিন সিউড়ি চলে আসে। এদিকে বুলুর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শেখ মোবারকের। তার জেরেই শুক্রবার গভীর রাতে এই খুন বলে পুলিশের অনুমান। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে,রাত আড়াইটা নাগাদ সিউড়ি বিদ্যাসাগর কলেজের কাছে একটি চৌরাস্তায় কুতুবুদ্দিন হেঁটে আসছে।একটি বাইকে লাল ও খয়েরি জামা পড়া দুই যুবক এসে প্রথমে কুতুবুদ্দিনকে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বার দুয়েক তুলে নিতে পারলেও ফের কুতুবুদ্দিন নেমে যাচ্ছিল। তখনই দুই যুবক বাইক থেকে নেমে কুতুবুদ্দিনকে মারতে থাকে। সে পরে গেলে লাল জামা পরা যুবক বাইক নিয়ে চলে যায়। খয়েরি জামা পরা যুবক রাস্তার পাশে পরে থাকা ভারী পাথর দিয়ে গুনে গুনে দশবার মাথায় মেরে মাথা থেঁতলে খুন করে।

এলাকার বাসিন্দা কল্যাণী কোনাই জানান, ভোর পাঁচটায় দোকান খুলতে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে আছে। অন্যদিকে অতনু রুজ দাবি করেন, রাত আড়াইটার ঘটনায় পুলিশ এল সাড়ে পাঁচটায়। সদরের এই ব্যর্থতার জন্য আতঙ্ক ছড়িয়েছে শহরে। দুজনকে আটক করা হয়েছে। রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, তদন্তে নতুন মোড় পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।

Advertisement

[আরও পড়ুন: চা বাগানে জ্বলল মশাল, কোজাগরী পূর্ণিমার চাঁদের আলোয় ‘ফুল মুন টি’ তোলার ধুম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ