Advertisement
Advertisement

Breaking News

নকুলদানা, মোয়া, লকেট চট্টোপাধ্যায়

অনুব্রতর নকুলদানার পালটা মোয়ার দাওয়াই লকেটের

নকুলদানা দাওয়াইয়ের জন্য শোকজও করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে৷

BJP candidate Locket Chatterjee attacked Anubrata Mandal
Published by: Sayani Sen
  • Posted:April 10, 2019 8:25 pm
  • Updated:August 7, 2021 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকুলদানা দাওয়াইয়ের বার্তা দিয়ে শিরোনামে অনুব্রত মণ্ডল৷ নির্বাচনী আবহে লাড্ডু, মিহিদানার পর নকুলদানার পালটা হিসাবে এবার উঠে এল মোয়ার নাম৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জের সুর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গলায়৷ তৃণমূলের নকুলদানার পালটা হিসাবে আয়তনে অনেক বড় মোয়া তৈরি রাখা রয়েছে বলেই হুমকি তাঁর৷

[ আরও পড়ুন: রাজ্যে দলের জয় না হওয়া পর্যন্ত পায়ে জুতো গলাবেন না, ধনুকভাঙা পণ বিজেপি কর্মীর]

আগাগোড়াই স্পষ্ট কথা বলতে ভালবাসেন অনুব্রত মণ্ডল৷ কথাই যেন সবচেয়ে বড় ইউএসপি তাঁর৷ কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়৷ সেই জনসভা থেকেই নকুলদানার নিদান দেন অনুব্রত৷ তিনি বলেছিলেন, ‘‘নির্বাচন কমিশনকেও নকুলদানা খাওয়াবেন৷ যে নকুলদানা খাবে, তৃণমূলকেই ভোট দেবে৷ নকুলদানা খেয়ে অন্যকে ভোট দেবে না৷’’ লোকসভা নির্বাচনের আবহে নকুলদানা দাওয়াই দিয়ে বিতর্কেও জড়িয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷ এই মন্তব্যের জেরে নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবও দিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই মন্তব্যে তুষ্ট হয়নি নির্বাচন কমিশন৷ অনুব্রতকে আবারও শোকজ করে কমিশন৷ অনুব্রতকে পালটা দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ অনুব্রতর নকুলদানার পালটা মোয়ার দাওয়াই দিলেন তিনি৷ গেরুয়া শিবিরের নেত্রী বললেন,‘‘অনুব্রত মণ্ডল যদি সবাইকে নকুলদানা দেন৷ তবে আমরা পালটা মোয়া দেব৷ ভোটের আগে তা তৈরি করেই রেখেছি৷ মোয়া নকুলদানার তুলনায় আকারে অনেক বড়৷ বাংলার সংস্কৃতিকে রক্ষার জন্য মোয়াই প্রয়োজন৷’’

Advertisement

[ আরও পড়ুন: ক্ষমতায় এলে রাফালে দুর্নীতির তদন্ত হবে, করণদিঘির সভায় ঘোষণা রাহুল গান্ধীর]

লকেটই প্রথম নন৷ অনুব্রত মণ্ডলের নকুলদানা দাওয়াইয়ের পালটা হিসাবে লাড্ডু বিতরণ করেছিলেন বোলপুরের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস৷ অনুব্রত গড়ে গেরুয়া শিবিরের এমন পালটা লাড্ডু বিলির ঘটনা নিয়ে আলোচনাও কম হয়নি৷ এরপর অবশ্য যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাও নকুলদানার পালটা মিহিদানা বিলি করেন৷ ভোটপ্রচারে বেরিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার রাস্তায় ঘুরে ঘুরে ভোটারদের মিহিদানা খাওয়ান তিনি৷ লাড্ডু, মিহিদানার পর এবার নকুলদানার পালটা হিসাবে মোয়াকে বেছে নিলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷ যদিও এ বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ