Advertisement
Advertisement
বিজেপি-তৃণমূল

নদিয়ায় ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যুব নেতা-সহ ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন৷

BJP youth leader and 3 others have been attacked in Nadia
Published by: Sucheta Sengupta
  • Posted:April 30, 2019 9:01 am
  • Updated:April 30, 2019 9:05 am

বিপ্লবচন্দ্র দত্ত,কৃষ্ণনগর: ভোট মিটলেও রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত৷ বিজেপির উপর হামলার ঘটনা ঘিরে রাতেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমরপল্লি এলাকা৷ কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় সোমবার রাতে ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে বাড়ি ফিরছিলেন বিজেপি যুব নেতা তন্ময় চক্রবর্তী-সহ চার দলীয় কর্মী৷ সেসময় তাঁদের উপর চড়াও হয়ে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ ঘটনার প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করে ঘণ্টাখানেক ধরে অবরোধ, বিক্ষোভ চলে বিজেপি কর্মী, সমর্থকদের৷

[আরও পড়ুন: মৃত্যুর জবাব ইভিএমে, পঞ্চায়েত ভোটে নিহত দিলদারের স্মৃতি নিয়েই ভোটদান পরিবারের]

সোমবার, চতুর্থ দফা ভোটের দিন নদিয়ার দুই কেন্দ্র কৃষ্ণনগর, রানাঘাটে মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে৷ কিন্তু রাতের বেলাই উত্তপ্ত হয়ে উঠল কোতোয়ালি থানা এলাকা৷ সমরপল্লির কাছে বিজেপি নেতা, কর্মীদের উপর চলে হামলা৷ ব্যাপক মারধরের জেরে বেশ আহত হন তাঁরা৷ তাঁদের উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, তন্ময় চক্রবর্তী, টোটন সাহা, দুলাল সাহা এবং সিগলু ভৌমিক – চারজনের অবস্থা আপাতত স্থিতিশীল৷ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকেই৷ নদিয়া উত্তরে বিজেপির সাংগঠনিক সভাপতি মহাদেব সরকারের অভিযোগ, ‘সোমবার সারাদিন ধরেই নদিয়ার চাপড়া, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, তেহট্ট-সহ একাধিক জায়গায়  বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূলের কর্মীরা৷  তাঁদের পোলিং বুথ থেকে বার করে দেওয়া হয়েছে৷ ভোট মিটে যাওয়ার পরেও দোগাছিতে আমাদের যুব নেতা তন্ময় চক্রবর্তী-সহ চার বিজেপি কর্মীর ওপরে হামলা চালিয়েছে তৃণমূল কর্মী,সমর্থকরা৷ ওরা যখন বাড়ি ফিরছিলেন, তখনই হামলা চলে৷ আমরা আগেই হামলার আশঙ্কা করে জেলার পুলিশ সুপার, জেলাশাসক-সহ সব জায়গায় জানিয়েছিলাম৷ কিন্তু  হামলার পরও দেখা যাচ্ছে, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নেয়নি৷ যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের কোনও নিরাপত্তা নেই৷’

Advertisement

[আরও পড়ুন: ভাটপাড়া উপনির্বাচনের মনোনয়ন পেশ মদন মিত্রর, ভিন্ন সাজে নজর কাড়লেন]

বিজেপির উপর হামলার প্রতিবাদে রাতেই দলের কর্মী-সমর্থকরা  কোতোয়ালি   থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন৷ তাঁদের দাবি, দোষীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি না দেওয়া হলে, তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন৷  পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, চব্বিশ  ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হবে৷ এই আশ্বাস পেয়ে থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয়৷ তৃণমূল অবশ্য অভিযোগ যথারীতি অস্বীকার করেছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ