Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

বিয়ের পর থেকেই অশান্তি, স্বামী-স্ত্রীর ঝগড়ায় মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজি

যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Bomb blast in Murshidabad due to tussle between husband and wife

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:April 17, 2024 6:46 pm
  • Updated:April 17, 2024 7:00 pm

শাহজাদ হোসেন, ফরাক্কা: স্বামী-স্ত্রীর অশান্তি নতুন কিছু নয়। সব সংসারেই তা কমবেশি লেগে থাকে। অনেকেই বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি নাকি খুবই স্বাভাবিক ব্যাপার। তাতেই বাড়ে প্রেম। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যা ঘটল, তা যে কোনও ছবির চিত্রনাট্যকে হার মানায়। দাম্পত্য অশান্তিতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের তিনপাকুড়িয়া গ্রামপঞ্চায়েতের গোবিন্দপুরে চলল ব্যাপক বোমাবাজি। তাতে জখম হলেন দুই পরিবারের দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সামশেরগঞ্জের গোবিন্দপুরের মেহেদি হাসানের সঙ্গে স্থানীয় রেহেনা খাতুনের বিয়ে হয় বছরখানেক আগে। বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় তাঁদের। এই নিয়ে দুই পরিবারের মধ্যেই চলছিল অশান্তি। মঙ্গলবার সন্ধ্যায় তা বিশালাকার নেয়। অভিযোগ, বচসা থেকে শুরু হয় তীব্র অশান্তি। দুই পরিবারের মধ্যে ইটবৃষ্টিও শুরু হয়। বোমাবাজিও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

Advertisement

[আরও পড়ুন: বিনামূল্যে ১০ সিলিন্ডার, বাতিল CAA-NRC! মোদি গ্যারান্টির পালটা ‘দিদির ১০ শপথ’]

বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বোমাবাজিতে দুজন জখম হয়েছেন বলেই খবর। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। নতুন করে যাতে কোনও অশান্তি তৈরি না হয়, তাই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই ঘটনার আকস্মিকতায় হতচকিত সকলেই। দাম্পত্য অশান্তিতেও যে বোমাবাজি হতে পারে, তা শুনেই কার্যত অবাক প্রত্যেকে।

Advertisement

[আরও পড়ুন: অশান্তির আশঙ্কা, অনুমতি দিয়েও রামনবমী পালনের নির্দেশ প্রত্যাহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ