Advertisement
Advertisement

Breaking News

Arabul Islam

Panchayat Election 2023: মনোনয়ন পর্বে ভাঙড়ে ISF নেতা খুন! আরাবুল ও ছেলে হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে দায়ের মামলা

তৃণমূল কর্মী খুনে মামলা দায়ের হয়েছে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে।

Case filed against Arabul Islam and his son in Kashipur p.s | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 19, 2023 1:55 pm
  • Updated:June 21, 2023 4:58 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড়ে আইএসএফ নেতা খুনে এবার আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে দায়ের খুনের মামলা। অন্যদিকে মামলা দায়ের হয়েছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার বিরুদ্ধেও। যদিও আরাবুলের দাবি, ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।

মনোনয়ন পেশকে কেন্দ্র করে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। পরিণত হয়েছিল বোমা-বারুদের স্তুপে। মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, চলেছে গুলি। একাধিক প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে ঘটনাস্থলে গিয়েছিলেন খোদ রাজ্যপাল। সেই অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা। গুলিতে প্রাণ গিয়েছে তাঁর। এই মৃত্যুর জন্য বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃতের বাবা। খুন, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে কাশীপুর থানায় মামলা করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রার্থীপদ প্রত্যাহার করতে তৃণমূলকেই ‘চাপ’ গোঘাটে! হুমকি, মারধরে কাঠগড়ায় বিজেপি]

তবে শুধু তিনি নয়, মৃত রাজু নস্কর, যিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাঁর পরিবারের তরফেও মামলা দায়ের করা হয়েছে। সেখানে নাম রয়েছে নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার। এই মামলা প্রসঙ্গে আরাবুল জানিয়েছেন, তিনি বা তাঁর ছেলে কোনওভাবে এই খুনের ঘটনায় যুক্ত নন। তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। আইএসএফের গুলিতেই প্রাণহানি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ভোট ময়দানে যুযুধান বউমা-কাকী শাশুড়ি, হিলিতে একই আসনে প্রার্থী ২ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ