Advertisement
Advertisement
Maldah Dakshin

প্রার্থী ঘোষণার আগেই মালদহে ইশা খান চৌধুরির হয়ে প্রচার শুরু কংগ্রেসের

লোকসভা নির্বাচনে বাবা প্রার্থী হবেন না বলে দাবি করেছেন ডালু পুত্র ইশা।

Congress campaign for Isha Khan Chowdhury begins at Maldah before announcing Lok Sabha candidate list

ইশা খান চৌধুরি

Published by: Amit Kumar Das
  • Posted:March 7, 2024 7:25 pm
  • Updated:March 7, 2024 7:38 pm  

বাবুল হক, মালদহ: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেনি কংগ্রেস হাইকম্যান্ড। তার আগেই দক্ষিণ মালদহ (Maldah Dakshin) লোকসভা আসনে কংগ্রেস সাংসদ (Congress MP) আবু হাসেম খান চৌধুরির (ডালু) (Abu Hasem Khan Choudhury) পুত্র ইশা খান চৌধুরিকে দলীয় প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার শুরু করে দিল জেলা কংগ্রেস নেতৃত্ব।

বৃহস্পতিবার দক্ষিণ মালদহের বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে ইশা খান চৌধুরির (Isha Khan Choudhury) সমর্থনে ভোট প্রচারের রণকৌশল ঠিক করতে কর্মিসভার আয়োজন করা হয়। কালিয়াচক-৩ নম্বর ব্লক কংগ্রেস কমিটির ডাকে আয়োজিত ওই দলীয় কর্মসূচির মঞ্চে লাগানো ফেস্টুনেও ইশাকে ‘দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী’ বলে উল্লেখ করা হয়। বৈষ্ণবনগরের সেই সভামঞ্চে স্বয়ং ইশা খান চৌধুরি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোস্তাকিম আলম-সহ অন্যান্য জেলা নেতৃত্ব। দলের ব্লক কমিটির সাধারণ সম্পাদক আকমল হোসেন বলেন, “এবার মালদহ দক্ষিণ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ইশা খান চৌধুরি। ইশাবাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।” যদিও কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী ঘোষণার আগেই স্থানীয় নেতৃত্বের তরফে প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরিকে প্রার্থী বানিয়ে প্রচারের ঘটনায় শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

[আরও পড়ুন: জনসংযোগ ও ভোট প্রচারে উত্তরে ‘পাখির চোখ’ জল্পেশ মন্দিরের শিবরাত্রি উৎসব]

প্রয়াত বরকত গনি খান চৌধুরির ভাই আবু হাসেম খান চৌধুরি (ডালু) মালদহ দক্ষিণ কেন্দ্রের চারবারের কংগ্রেস সাংসদ। মাস দুয়েক আগেও পঞ্চমবারের জন্য সাংসদ হওয়ার লক্ষ্যে ভোটযুদ্ধে নামতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরিবার সূত্রের খবর, শারীরিকভাবে বেশ অসুস্থ ডালু। বর্তমানে চিকিৎসার কারণে কলকাতায় বালিগঞ্জের বাসভবনে রয়েছেন। এই অবস্থায় তিনি এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন না বলে জানিয়েছেন তাঁর পুত্র ইশা খান চৌধুরি।

[আরও পড়ুন: চিরঘুমে রাজ্যের প্রবীণতম ভোটার, এবার আর দেওয়া হল না লোকসভা ভোট]

ইশা বলেন, “বাবা জানিয়ে দিয়েছেন, এবার লোকসভা নির্বাচনে বাবা প্রার্থী হবেন না। দক্ষিণ মালদহ কেন্দ্রে আমাকে প্রার্থী হিসেবে চেয়েছেন। দলের প্রদেশ নেতৃত্বের কাছে আমার নাম পাঠিয়েছেন। প্রদেশ কংগ্রেস কমিটিও দিল্লিতে দলের হাইকমান্ডের কাছে আমার নাম সুপারিশ করে পাঠিয়েছে। আমিই প্রার্থী হচ্ছি। এ নিয়ে বিতর্কের প্রশ্ন ওঠার কথা নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement