Advertisement
Advertisement

ঝাঁ চকচকে ভলভো বাসে গরুর দল! আজব ঘটনায় শোরগোল বর্ধমানে

ভলভোয় কেন সওয়ার হয়েছিল গরুগুলো?

Cows are transported through volvo bus in memari

ভলভো বাসে গরু।

Published by: Subhankar Patra
  • Posted:March 15, 2024 4:35 pm
  • Updated:March 15, 2024 4:35 pm

সৌরভ মাজি, বর্ধমান: দিনের ব্যস্ততম সময়। মেমারি জি টি রোড (G T Road) ধরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। হঠাৎই ছন্দপতন! রাস্তায় ছিটকে পড়ল একটি গরু। গ্রাম বা আধা শহরের রাস্তায় গরু থাকা খুব আশ্চর্য ব্যাপার নয়। জিটি রোডে সাধারণ ভাবে গরুর দেখা মিললে সেটাও মানা যেত। তবে  গরুটি রাস্তায় এসে পড়ে এক ভলভো বাস থেকে। যাচাই করতেই বোঝা যায়, অত্যাধুনিক মানের ওই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক গরু!

জানা গিয়েছে, বিহারের (Bihar) নাম্বার প্লেটযুক্ত ভলভো বাসটি বর্ধমানের মেমারির (memari)  জি টি রোড ধরে কলকাতার (Kolkata) দিকে যাচ্ছিল। মেমারি থানা থেকে কিছুটা দূরে জোরে ব্রেক কষে বাসের চালক। তাতেই ভিতর থেকে রাস্তায় ছিটকে পড়ে একটি গরু। সন্দেহ হয় স্থানীয়দের। বাসটিকে আটকান তাঁরা। আর তার পরই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁদের। বাসের ভিতরে ঢুকতেই দেখা যায় বাসে বসার সিট নেই। ওপরের স্লিপারের সঙ্গে বাঁধা রয়েছে একাধিক গরু!

Advertisement

[আরও পড়ুন: ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, কাজের মাঝেই ঝলসে গেলেন ৪ শ্রমিক

স্বাভাবিক ভাবেই এর পর শোরগোল বেঁধে যায়। পাচারের সন্দেহে বাসটিকে আটকায় বাসিন্দারা। কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। গাড়ি আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তবে বৈধ কাগজ থাকায় ছেড়ে দেওয়া বাসটিকে। কিন্তু যাত্রীবাহী বাসে গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এক সঙ্গে গাদাগাদি করে নিয়ে যাওয়ায় গবাদি পশুগুলোর শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুরে জাতীয় সড়কের পাশে প্লাস্টিকে মোড়া তরুণীর দেহ! ক্রমশ ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ