Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

রাজ্যের করোনা গ্রাফ উদ্বেগজনক, একধাক্কায় অনেকটা কমল দৈনিক কোভিডজয়ীর সংখ্যা

উদ্বেগ বাড়াচ্ছে এই ৮ টি জেলা।

Bengali news: Here Daily update of Corona Virus infection in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 19, 2020 9:15 pm
  • Updated:November 19, 2020 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতর্কবার্তা আগেই ছিল। এবার হাতেনাতে তার প্রমাণ মিলতে শুরু করল। স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল, উৎসবের মরশুম শেষ হলে উৎসবের প্রভাব বোঝা যাবে। হলও তাই। গত কয়েকদিন একটানা বাংলায় দৈনিক করোনা সংক্রমিত হচ্ছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। এদিনও তার ব্যতিক্রম হল। করোনায় মৃত্যুর সংখ্যা রইল ৫০-এর উপরে। উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটা কমল একদিনে সুস্থ হওয়ার সংখ্যা।

বৃহস্পতিবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬২০ জন। যার মধ্যে সর্বাধিক সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায় (৮৮২)। যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৩৩)। চিন্তা বাড়িয়ে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০০ জনেরও বেশি। এদিকে উত্তরবঙ্গের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দার্জিলিং ও জলপাইগুরি। সবমিলিয়ে এদিন বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৪৫ হাজার ৫০৫ জন।

Advertisement

[আরও পড়ুন : ‌লকডাউন কেড়েছে রোজগার, আর্থিক অনটনে গলার নলি কেটে আত্মহত্যা ভ্যানচালকের]

বুধবারের তুলানায় এদিন চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে বাংলায় (West Bengal)। রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৭৩ জন। যা আগের দিনের তুলনায় ৪২৩ জন কম। তবে উদ্বেগ বাড়িয়েছে গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডজয়ীর সংখ্যা। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৯৯০ জন। যা বুধবারের তুলনায় বেশকিছুটা কম। ফলে এদিন রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ১১ হাজার ৭৫৯ জন। শতাংশের হিসেবে ৯২.৪৩।

Advertisement

স্বাস্থ্য দপ্তরের মাথাব্যথার অন্যতম কারণ, এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা। মাঝে কয়েকদিন দৈনিক মৃতের সংখ্যা ৫০-এর নিচে নামলেও আবার তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৮৭৩ জন। 

[আরও পড়ুন : লোকাল চালু হলেও বন্ধ হকারি, আন্দোলনকারীদের পাশে একযোগে দাঁড়াল তৃণমূল, সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ