Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique Saokat Molla

‘নওশাদ শুধু জঙ্গি নয়, ওদের নায়ক’, বিস্ফোরক শওকত মোল্লা, পালটা জবাব ISF বিধায়কের

কয়েকমাস আগে বিধানসভায় দাঁড়িয়ে একে অপরকে 'ভাই' বলে উল্লেখ করেন।

'ISF MLA Nawsad Siddique is leader of terrorist', says TMC leader Saokat Molla । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2023 10:22 am
  • Updated:September 25, 2023 2:41 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল-আইএসএফ দ্বন্দ্বে পুড়েছে ভাঙড়। গুলি-বোমায় ত্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং। ঝরেছে রক্ত। প্রাণহানিও হয়েছে। অভিযোগ-পালটা অভিযোগে বিদ্ধ হয়েছেন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তৃণমূলের শওকত মোল্লা-আরাবুল ইসলামেরা। অথচ নির্বাচনী আবহে বিধানসভায় পাশাপাশি দাঁড়িয়ে ঘোরতর রাজনৈতিক প্রতিপক্ষ শওকত মোল্লাকে সহাস্যবদনে ‘বড় ভাই’ বলে পরিচয় দেন নওশাদ। আবার আইএসএফ বিধায়ককে ‘ছোট ভাই’ বলে সেই সময় মেনেও নিয়েছিলেন শওকত। তার কয়েকমাসের মধ্যেই ভোলবদল। এবার নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে কটাক্ষ করলেন শওকত। তার পালটা জবাব দিয়েছেন আইএসএফ বিধায়কও।

রবিবার ভাঙড় বাজারে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয়। সংবর্ধনা অনুষ্ঠানও ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়া ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহওসান মোল্লা-সহ অনেকেই। অনুষ্ঠানমঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যারা তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলছে ভোটগণনার দিন।”

Advertisement

[আরও পড়ুন: চুলের বেআইনি কারবারেই বিপাকে বিশ্বভারতীর বিদেশি ছাত্র! অপহরণ কাণ্ডে আরও তথ্য পেল পুলিশ]

এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু তীব্র চাপানউতোর। পালটা শওকত মোল্লাকে জবাব দেন আইএসএফ বিধায়ক। তিনি বলেন, “অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘তুই বোমা বানাস’।” এই মন্তব্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ।

[আরও পড়ুন: পুরুলিয়ায় বন্দে ভারতের উদ্বোধনে ‘জয় শ্রীরাম’ স্লোগানে বিতর্ক, ‘ভোটের চমক’, বলছে তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement