Advertisement
Advertisement

দুর্গাপুজোর পর এবার চন্দননগরে জগদ্ধাত্রী কার্নিভাল

পর্যটক টানতে বিশেষ উদ্যোগ রাজ্যের৷

Jagaddhatri Puja carnival in Chandernagore
Published by: Kumaresh Halder
  • Posted:November 5, 2018 6:22 pm
  • Updated:November 5, 2018 6:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দুর্গাপুজো কার্নিভালের সাফল্যের পর এবার চন্দননগরের জগদ্ধাত্রীর শোভাযাত্রাকেও কার্নিভালের রূপ দেবে রাজ্য সরকার৷ নবান্ন সূত্রে খবর, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কার্নিভালের জন্য পর্যটন দপ্তরের তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ টিভি ও সোশ্যাল মিডিয়ার হাত ধরে যাতে দেশ-বিদেশে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর খ্যাতি প্রচার করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ রেড রোর্ডে দুর্গাপুজো কার্নিভালের মতো চন্দননগরেও দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করা যায়, সেবিষয়েও পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য পর্যটন দপ্তর৷

[প্রতিবন্ধীকে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অবসরপ্রাপ্ত জওয়ান]

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যতটা বিখ্যাত, ততটাই জনপ্রিয় শোভাযাত্রা৷ চন্দননগরের নিজস্ব আলো গোটা রাজ্যে তার জনপ্রিয়তা রয়েছে৷ পুজোর পাশাপাশি শোভাযাত্রা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই নজরকারা৷ ঐতিহ্যপূর্ণ এই শোভাযাত্রাকেই আন্তর্জাতিক প্রচারের আলোয় আনতে চলছে রাজ্যের পর্যটন দপ্তর৷ রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালের মতো চন্দননগরকেও সমান গুরুত্ব দিতে একগুচ্ছ পরিকল্পনা নিতে শুরু করেছে রাজ্য৷ ইতিমধ্যেই সেই কাজ অনেকটাই গুটিয়ে আনা সম্ভব হয়েছে৷ চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি৷

Advertisement

[রাতে অন্তরঙ্গ মুহূর্তে নবদম্পতির ঘরে উঁকি, এ কী পরিণতি হল যুবকের!]

Advertisement

রাজ্যের পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর চন্দননগরের যে পুজো কমিটিগুলি শোভাযাত্রায় অংশ নিত, এবার তা করা হবে কার্নিভালের মধ্য দিয়ে৷ টিভিতে লাইভ সম্প্রচারের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেশ-বিদেশে এই পুজো ছড়িয়ে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে৷

[চেয়ার জনগণের, মেঝেতে বসে সরকারি কাজ সামলান জনপ্রতিনিধি]

এমনিতেই চন্দননগরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা দেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান৷ গঙ্গার ঘাটে ভিড় জমান বাসিন্দারা৷ সিুঁদর খেলা থেকে মিষ্টিমুখ, ঢাকের তালে নদীর তীরে নাচ, রাতভর আড্ডা, নদীর উপর রংবাহারি বাজির প্রদর্শন, সঙ্গে চন্দননগরে সাবেকি আলোয় জমে ওঠে গোটা বিসর্জন প্রক্রিয়া৷ ফলে, এমন উৎসবের মাঝে দেশ-বিদেশের পর্যটকদের টানতে মরিয়া চেষ্টা শুরু করেছে পর্যটন দপ্তর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ