Advertisement
Advertisement
জ্যোতিপ্রিয় মল্লিক

‘ভাটপাড়ায় আস্থা ভোটে হার দিয়ে পতন শুরু বিজেপির’, তোপ জ্যোতিপ্রিয়র

জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী জ্যোতিপ্রিয় মল্লিক, সুব্রত বক্সি দু’জনেই৷

Jyotipriyo Mullick attacked BJP in an election campaign

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:April 9, 2019 8:42 pm
  • Updated:April 17, 2019 3:59 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভোট যত আসছে, ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ৷ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কংগ্রেস এবং বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ নোটবন্দি, রাফালে-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দাগেন দু’জনেই৷ জয়ের বিষয়ে একইরকম আত্মপ্রত্যয়ের সুর তৃণমূল নেতাদের গলায়৷

[ আরও পড়ুন: জল সমস্যা নিত্যসঙ্গী, সমাধানের দাবিতে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর]

মতুয়া মহাসংঘের প্রধান বড়মার মৃত্যুর পর থেকে প্রকাশ্যে এসে গিয়েছে ঠাকুরবাড়ির কোন্দল৷ একই পরিবারের দু’জন সদস্য ভোটের লড়াইয়ে দুই যুযুধান পক্ষ৷ তৃণমূলের হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে লড়ছেন মমতাবালা ঠাকুর৷ অন্যদিকে, তাঁর বিপরীতে গেরুয়া শিবিরের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ শান্তনু ঠাকুর৷ ভোটের আগে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ এদিন বাগদার বৈকোলায় রনঘাট অঞ্চল হাই স্কুলের মাঠে নির্বাচনী সভা করেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ এদিনের মঞ্চ থেকে কেন্দ্র সরকারের তুলোধনা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, ‘‘কাউকে না জানিয়ে প্রধানমন্ত্রী নোটবন্দি করে ভারতীয় জনতা পার্টির ৫০০ কোটি কালো টাকা সাদা করেছেন। এত বড় মিথ্যাবাদী, ফন্দিবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি৷’’ সোমবারই ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পরাজিত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং৷ নাম না করে তাঁকে কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘এই জেলা থেকে বিজেপির পতন শুরু হয়েছে৷ জেলায় পাঁচটি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল জিতবে৷ বাংলায় ৪২-এ বিয়াল্লিশই হবে।’’

Advertisement

[ আরও পড়ুন: প্রথম দফার ভোটের আগে অপসারিত কোচবিহারের পুলিশ সুপার]

জ্যোতিপ্রিয় মল্লিকের মতো কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান সুব্রত বক্সিও৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের গায়ে টু-জি, কয়লা কেলেঙ্কারি লেগেছিল৷ তাই কংগ্রেসকে সরকার থেকে চলে যেতে হয়েছিল। বিজেপির গায়ে লেগেছে রাফালে কেলেঙ্কারি৷ তাই সরকার থেকে বিজেপি তোমাকে যেতে হবে৷’’ এদিন তিনি আরও বলেন, ‘‘ইতিহাস বলছে যত কেন্দ্রীয় বাহিনী আসবে, তত ফল ভাল হবে তৃণমূলের।’’ জয়ের ব্যাপারেও সমান আত্মপ্রত্যয়ী তিনি৷ এদিনের কর্মিসভায় সুব্রত বক্সি, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, শংকর আঢ্য-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Advertisement

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ