Advertisement
Advertisement

Breaking News

Maldah

আড়াই লক্ষ টাকায় কিশোরীকে ধর্ষণের মামলা প্রত্যাহারে চাপ! কাঠগড়ায় TMC নেতা

অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা সালিশি সভাও বসায়।

Maldah school girl allegedly forced by TMC leaders to Withdraw assault complaint । Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:December 30, 2023 12:27 pm
  • Updated:December 30, 2023 1:43 pm

বাবুল হক, মালদহ: আড়াই লক্ষ টাকার বিনিময়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলা প্রত্যাহারে চাপ। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সালিশি সভা ডাকার অভিযোগ। মালদহের মানিকচকের ঘটনার তদন্তে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

ঘটনা গত বুধবারের। অভিযোগ, নিজের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। আমবাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই গ্রামেরই এক যুবক। বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজখবর। সন্ধ্যায় আমবাগান থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সেই সময় রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। এর পর মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।

Advertisement

[আরও পড়ুন: এবার নিজের নম্বর গোপন রেখেই করতে পারবেন WhatsApp! ব্যাপারটা কী?]

বর্তমানে ওই কিশোরী মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা সালিশি সভা বসায়। সালিশি সভায় অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হয়। আড়াই লক্ষ টাকার বিনিময়ে ধর্ষণের মামলা প্রত্যাহারে কিশোরীকে চাপ দেওয়া হয়। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত কিশোরীর পরিবারের লোকজন। রাজ্যের শিশু সুরক্ষা কমিশন ধর্ষণের ঘটনার তদন্তে নেমেছে।

Advertisement

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ