Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর উদ্যোগে মূলস্রোতে, ৩৬ জন কামতাপুরী জঙ্গিকে চাকরি দিল রাজ্য

আর্থিক সমস্যায় ভুগছে কেএলও জঙ্গিগোষ্ঠী৷

Mamata Banerjee instills new hope for 32 KLO militants
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2018 5:36 pm
  • Updated:September 25, 2019 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদীদের পর এবার নিষিদ্ধ কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশন বা কেএলও জঙ্গিদের সমাজের মূলস্রোতে ফেরার সুযোগ দিল রাজ্য সরকার৷ আজ, বৃহস্পতিবার জঙ্গি আন্দোলন ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন কেএলও’র প্রাক্তন ৩৬ জঙ্গি৷ এদিন শিলিগুড়ি প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে কেএলও’র প্রাক্তন ৩৬ জঙ্গির হাতে চাকরির শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷

[প্রতিবাদের মাশুল, বিয়েবাড়িতে ফুটন্ত ভাতের কড়াইয়ে ফেলে দেওয়া হল যুবককে]

পৃথক কামতাপুরি গড়ে তোলার জন্য দীর্ঘ কয়েক দশক ধরে লাগাতার জঙ্গি আন্দোলন চালিয়ে যাচ্ছে কেএলও৷ ইতিমধ্যেই কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশনকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছে৷ পূর্বভারতের যে কোনও গণ-আন্দোলন গড়ে ওঠার পেছনে এই জঙ্গি সংগঠনের মদত দেওয়ার একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে৷ ধরপাকড় অভিযান চালিয়েও মেলেনি সাফল্য৷ বরং গোর্খাল্যান্ড আন্দোলনের সঙ্গেও কেএলওর যোগাযোগ পাওয়া গিয়েছিল৷ গুরুংকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল এই জঙ্গিগোষ্ঠীর৷ মূলত, নিখুঁত অস্ত্র চালোনার প্রশিক্ষিত এই জঙ্গিগোষ্ঠীর শক্তি বরাবরই চিন্তার কারণ রাজ্য প্রশাসনের কাছে৷

Advertisement

[কোচবিহারের সিতাইয়ে উদ্ধার বোমা-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১২]

কিন্তু, বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে৷ বিভিন্ন সূত্র মারফত পাওয়া অনুদান বন্ধ হওয়ার কারণে আর্থিক সমস্যায় ভুগছে কেএলও জঙ্গিগোষ্ঠী৷ নেতৃত্বের অভাব ও কামতাপুরী আন্দোলনের গুরুত্ব কমতে থাকার কারণে বেশ অস্বস্তিতে কেএলও শিবির৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে কেএলও-র ৩৬ প্রাক্তন সদস্যের শিবির বদল ও সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার দেওয়ার ঘটনায় বেশ স্বস্তিতে রাজ্য প্রশাসন৷ এর আগেও একই ভাবে মাওবাদীদেরও একভাবে সুযোগ-সুবিধা পাইয়ে দিয়ে মাও সমস্যা অনেকটাই আয়ত্তে আনতে পেরেছে রাজ্য সরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ