Advertisement
Advertisement
2024 Lok Sabha Election

ভোটের গুরুত্ব বোঝাতে ২৮ লাইনের গান! সাড়া ফেলেছেন হলদিয়ার পটশিল্পী আবেগ

গানের সুরে ভোট সচেতনতার প্রচারে ব‌্যস্ত চণ্ডীপুরের পটশিল্পী আবেগ চিত্রকর।

2024 Lok Sabha Election: Artist from Haldia makes song for election awarness
Published by: Sucheta Sengupta
  • Posted:April 30, 2024 5:31 pm
  • Updated:April 30, 2024 6:20 pm

চঞ্চল প্রধান, হলদিয়া: ভোট সচেতনতা বাড়াতে গান লিখে সাড়া ফেলেছেন হলদিয়ার পটশিল্পী আবেগ চিত্রকর। একজন নাগরিকের কাছে ভোটের গুরুত্ব কতটা, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তা কতটা মূল্যবান – এ সমস্ত কথাই তুলে ধরেছেন চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামের পটশিল্পী। চণ্ডীপুর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী দিন কয়েক আগে ভোট সচেতনতা নির্ভর গান রচনার পরামর্শ দিয়েছিলেন শিল্পীকে। বিডিওর কথামতোই আবেগ চিত্রকর ২৮ লাইনের গান লিখে ফেলেছেন। তাতে সুর দিয়ে গানও গেয়ে ফেলেছেন। গানে গলা মিলিয়েছেন স্ত্রী সায়েরা চিত্রকর। পাঁচ মিনিটের গান। তাতে গণতন্ত্রের উৎসবে যোগদানের নানা কথা বলা হয়েছে।

লোকসভা নির্বাচনকে  (2024 Lok Sabha Election) সামনে রেখে তৈরি গানে বলা হয়েছে, “নির্বাচন কমিশন বলে সদা সর্বক্ষণ/গণতান্ত্রিক অধিকারের সামিল হও এখন।” কোথাও বলা হয়েছে, “মগজাস্ত্রে দিয়ে শান সপরিবারে ভোটদান/দেশ গড়ার কাজে তুমি সেরা একজন।” আবার কোথাও বলা হয়েছে, “ভোটার কার্ড যদি না রয় নাই কোন সংশয়/১২ রকম নথি তোমার সহায় হয়।”

Advertisement

[আরও পড়ুন: লন্ডনের রাজপথে তরোয়াল নিয়ে তাণ্ডব আততায়ীর! জখম বহু]

পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলায় লোকশিল্পী কিংবা পটশিল্পীদের মধ্যে ভোট সচেতনতার এটি প্রথম শিল্প কাজ। বিডিও (BDO) শাশ্বত প্রকাশ লাহিড়ী জানিয়েছেন, “ভোট সচেতনতার জন্য ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন ইত্যাদি প্রচার মাধ্যমের থেকে গান রচনার বিষয়টিকে বেছে নিলাম। কারণ তাতে ছন্দবদ্ধ কথা, সুর, লয়ে মানুষকে আকৃষ্ট করা যায়। সেই সুর-তালের পরতে পরতে ভোটের গুরুত্বপূর্ণ কথাগুলিও তাদের কাছে খুব সহজে গ্রহণযোগ্য করে তোলা যায়। আদির চিত্রকর সেই কাজটি করে দেখিয়েছেন। আমরা চণ্ডীপুর ব্লক জুড়ে এই গানে গানে ভোটের গুরুত্ব ভোটারদের কাছে তুলে ধরবো।” এখন সহ শিল্পীদের নিয়ে রীতিমতো গানের মহড়া চালিয়ে যাচ্ছেন আবেগ। টিভির মধ্যে রয়েছেন মোট পাঁচজন শিল্পী। বিগত দিনের পর্যালোচনায় যেখানে ভোট কম পড়েছে, কিংবা মহিলাদের অংশগ্রহণ কম ছিল, সেই সমস্ত জায়গা বেছে বেছে ব্লক জুড়ে চলবে প্রচারাভিযান।

[আরও পড়ুন: মহিলাদের চা চক্রে হিন্দি গান! প্রচারে অন্য মেজাজে দিলীপ ঘোষ]

এখন সহশিল্পীদের নিয়ে রীতিমতো গানের মহড়া চালিয়ে যাচ্ছেন আবেগ। টিভির মধ্যে রয়েছেন মোট পাঁচজন শিল্পী। বিগত দিনের পর্যালোচনায় যেখানে ভোট কম পড়েছে, কিংবা মহিলাদের অংশগ্রহণ কম ছিল, সেই সমস্ত জায়গা বেছে বেছে ব্লক জুড়ে চলবে প্রচারাভিযান।এই নতুন সৃষ্টি সম্পর্কে পটচিত্র শিল্পী আবেগ চিত্রকর জানিয়েছেন, “আজ পর্যন্ত আমি পৌরাণিক, সামাজিক, জনসচেতনতামূলক (Awarness) বিভিন্ন বিষয় নিয়ে ২৭০ টি গান লিখেছি। তার মধ্যে এটি আমার সেরা সৃষ্টি। মানুষের দুয়ারে গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা নিয়ে যাব আমি। ভোটারদের ভোটের গুরুত্ব বোঝানোর সুযোগ পেয়ে আমি খুশি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement