Advertisement
Advertisement

Breaking News

Man knocked down by train while crossing tracks

এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু, গোবরা স্টেশনে বিক্ষোভ-ভাঙচুর উত্তেজিত জনতার

দূরপাল্লার ট্রেন যাতায়াত করলেও ঘোষণা করা হয়নি বলেই অভিযোগ।

Man knocked down by train while crossing tracks in Hooghly's Gobra Station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2023 9:01 am
  • Updated:October 1, 2023 9:46 am

সুমন করাতি, হুগলি: রেলগেট পেরনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে হুগলি গোবরা স্টেশনে ধুন্ধুমার। বিক্ষোভ, ভাঙচুর উত্তেজিত জনতার। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

শনিবার রাত নটা দশ নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড লাইনের গোবরা স্টেশনের রেলগেট বন্ধ ছিল। সে সময় কয়েকজন রেলগেট পার হওয়ার চেষ্টা করেন। এক সঙ্গে তিনটে লাইনে ট্রেন এসে যায়। বাকিরা সরে যান। তবে এক ব্যক্তি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি ডানকুনির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পলি টেকনিক কলেজেও র‌্যাগিংয়ের ছায়া! সিনিয়রদের ‘অত্যাচারে’ আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার]

ঘটনার পরই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় কামারকুণ্ডু জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও ডানকুনি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ভাঙচুর চলে টিকিট কাউন্টারেও। স্থানীয়দের অভিযোগ, গোবরা স্টেশন দিয়ে দূরপাল্লার একাধিক ট্রেন যায়। কোনও ঘোষণা হয় না। ফলে বোঝা যায় না কখন ট্রেন আসছে, কোন লাইনে ট্রেন আসছে। যেকোনো ট্রেন তা লোকাল বা দূরপাল্লার যাই হোক না কেন ঘোষণা করতে হবে বলেই দাবি বিক্ষোভকারীদের।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: বিশেষ ট্রেনের পর এবার বাতিল বিমান, তৃণমূলের ‘দিল্লি চলো’য় ফের বাধা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ