Advertisement
Advertisement
বিজেপি

অনুব্রতর গড়ে বড়সড় ভাঙন, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান ২ হাজার কর্মীর

সোমবারই বোলপুর সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের কর্মী, সমর্থকরা যোগ দেন বিজেপিতে৷

Nearly 2000 TMC workers join BJP on Monday at Anubrata's place
Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2019 3:51 pm
  • Updated:June 11, 2019 12:08 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: লোকসভা ভোটে নিজের জেলার দুই কেন্দ্র দখলে রাখলেও, ভোট মিটতেই অনুব্রতর গড়ে বড়সড় ভাঙন৷ বোলপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় হাজার দুই কর্মী৷ সোমবার সকালেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়৷ সেইসঙ্গে নতুন সদস্যদের নির্দেশ দিলেন, দলবদলের পর প্রথম কাজটাই হল মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রীরাম’ লেখা পোস্ট কার্ড পাঠানো৷

[আরও পড়ুন : জলে হস্তশিল্প সামগ্রীর বিকিকিনি, পুরুলিয়ার নূতন বাঁধে তৈরি হচ্ছে ভাসমান বাজার]

সোমবার বোলপুরের একটি বেসরকারি ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রায় দু’হাজার কর্মী,সমর্থক। বোলপুর শহর সংলগ্ন কঙ্কালি, রায়পুর-সুপুর,  রূপপুর, আহমেদপুর-সহ একাধিক পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মীরা সদলবলে যোগ দেন বিজেপিতে। যোগদান করানোর পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘দিদি বলেছেন ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’৷  একথা বলার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। ‘জয় শ্রীরাম’ লিখে চিঠিও পাঠিয়ে দিন মুখ্যমন্ত্রীর ঠিকানায়।’’ 

Advertisement

পাশাপাশি তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মোকাবিলায় দলীয় কর্মীদের হাতের কাছে বাঁশ,লাঠি,ইট রাখার পরামর্শ দেন।  রামকৃষ্ণবাবুর ব্যাখ্যা, ‘তৃণমূলিরা যেভাবে আমাদের কর্মীদের আক্রমণ করছে, সেই আক্রমণ প্রতিহত করতে এই পরামর্শ দিয়েছি।’ সামনের কয়েক সপ্তাহের মধ্যে বীরভূমের একাধিক পঞ্চায়েত, পুরসভা থেকে নির্বাচিত তৃণমূল প্রতিনিধিরা বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন রামকৃষ্ণ রায়।

Advertisement

[আরও পড়ুন : ঠাকুমাকে কুপিয়ে খুন, ফেসবুক লাইভে অপরাধ স্বীকার যুবকের!]

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে বিজেপি শিবিরের শক্তিবৃদ্ধি হয়েছে অনেকটাই৷ রাঢ়বঙ্গের জেলাগুলিতে গেরুয়া ঝড়৷ সেই ঝড়ের দাপটে কোথাও কোথাও গড় হাতছাড়া হয়েছে রাজ্যের শাসকদলের৷ কিন্তু এসবের মাঝেও তৃণমূল সুপ্রিমোর বড় ভরসার সৈনিক অনুব্রত মণ্ডল নিজের জেলায় সাফল্যই পেয়েছেন৷ বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন তৃণমূল প্রার্থী৷ কিন্তু সেই সাফল্য সাময়িক৷ একে একে এই জেলা থেকেই শাসকদলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক-সহ বেশ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে৷ এরপর একধাক্কায় ২ হাজার জনের দলবদল নিশ্চিতভাবেই অনু্ব্রত মণ্ডলকে ধাক্কা দিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ