বিপ্লবচন্দ্র দত্ত, রানাঘাট: বিয়ের সাজেই ভোটের লাইনে দম্পতি। দ্বিতীয় দফার ভোটে এই ছবি দেখা গিয়েছিল জম্মু-কাশ্মীরের উধমপুরে। চতুর্থ দফায় একই ছবি দেখা গেল এ রাজ্যের নদিয়ায়। জানা গিয়েছে, রবিবার রাতেই বিয়ে হয়েছে দম্পতির। সোমবার স্ত্রী’কে নিয়ে বাড়ি ফেরার আগেই ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হয়েছেন। ভোট প্রদান তাঁদের কাছে বিয়ের মতোই গুরুত্বপূর্ণ।
[আরও পড়ুন: ‘গুলি চালানোর সাহস কীভাবে হয়?’ কেন্দ্রীয় বাহিনীকে তোপ শতাব্দীর]
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। এ রাজ্যে ৮ টি আসন-সহ দেশের মোট ৭২ টি আসনে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন৷ নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণগঞ্জের তেঘড়ি প্রাথমিক স্কুলের বুথে ভোটের লাইনে চোখ যেতেই দেখা গেল অন্য ছবি। এদিন সকালে ওই কেন্দ্রের বাইরে সকলের নজর কাড়েন এক দম্পতি। ভোটাররা দেখতে পান লাল বেনারসিতে বিয়ের সাজে এক তরুণীকে। আর তাঁর সঙ্গেই ছিলেন বরবেশী যুবক। সূত্রের খবর, রবিবার রাতেই নদিয়ার বাসিন্দা স্বপন বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে রূপালী বিশ্বাসের। সোমবার শ্বশুরবাড়ি যাওয়ার কথা সদ্য বিবাহিত ওই তরুণীর। তবে তাঁর আগেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে স্বামীকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ওই তরুণী।
[আরও পড়ুন: নজরবন্দির বিরোধিতায় হাই কোর্টে অনুব্রত, স্বমেজাজে ভোট দিতে হাজির বুথে]
সদ্য বিয়ে হওয়া বর জানাচ্ছেন, “বিয়ের মতোই গুরুত্বপূর্ণ ভোট। আমাদের হাতেই ক্ষমতা রয়েছে পরবর্তী ৫ বছরের সরকার নির্বাচনের। সেই কারণেই এমন দিনেও ভোট দিতে আসা।” স্বামীর বক্তব্য সমর্থন করেছেন রূপালী। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন প্রচুর সংখ্যক মানুষ ভোটাধিকার প্রযোগে আগ্রহ প্রায় হারিয়েই ফেলেছেন, সেখানে এই দম্পতির উদ্যোগ হয়তো আবার কিছু মানুষকে ভোটকেন্দ্রমুখী করবে বলে আশাবাদী সবমহল। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। বিভিন্ন কেন্দ্রে আক্রান্তও হয়েছেন সাধারণ ভোটার ও রাজনৈতিক দলের কর্মীরা।
ছবি: সঞ্জিত ঘোষ