Advertisement
Advertisement

Breaking News

Sonarpur

প্রবল গরম কাড়ল প্রাণ, সোনারপুরে সানস্ট্রোকে মৃত্যু প্রৌঢ়ার

সোনারপুরের দক্ষিণ জগদ্দলের বাসিন্দা ওই প্রৌঢ়া।

Old woman in Sonarpur died of heat stroke
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 16, 2024 2:27 pm
  • Updated:April 16, 2024 2:27 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রবল গরমে হাঁসফাঁস দশা। এই পরিস্থিতিতে রাজ্যে গরমের বলি প্রৌঢ়া। গন্তব্যে যাওয়ার পথে অটোয় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, সানস্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে প্রৌঢ়ার।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পেয়ারাবাগান থেকে চৌহাটি এলাকায় যাওয়ার জন্য একটি অটোতে উঠেছিলেন এক প্রৌঢ়া। সূত্রের খবর, তার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। তড়িঘড়ি অন্যান্যযাত্রী ও অটো চালকরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রৌঢ়াকে নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সেই সময় প্রৌঢ়ার পরিচয় জানতেন না কেউ। পরবর্তীতে তাঁর ছবি পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। জানা যায়, মৃত প্রৌঢ়ার নাম শাকিলা বিবি। বয়স ৬০ বছরের কাছাকাছি। সোনারপুরের দক্ষিণ জগদ্দলের বাসিন্দা তিনি।

Advertisement

[আরও পড়ুন: টানা ২০ দিন শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে কিছু ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা]

পুলিশের তরফে জানানো হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন প্রবল গরমে সানস্ট্রোকেই মৃত্যু হয়েছে মহিলার। তবে তাঁর অন্য কোনও সমস্যা আগে থেকে ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এপ্রিলেই চাঁদিফাটা রোদে নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিসের তরফে বারবার সকলকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে থাকার। কিছু নিয়ম মেনে চলার। তবে কাজের তাগিদে পথে নামতেই হচ্ছে আমজনতাকে। যার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

Advertisement

[আরও পড়ুন: পড়াশোনা বিদেশে, লন্ডন থেকে CAA’র প্রতিবাদ, চেনেন ভোট ময়দানে নামা তৃণমূলের নয়া প্রার্থীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ