Advertisement
Advertisement

Breaking News

Biriyani

পছন্দ হয়নি বিরিয়ানির স্বাদ! রাগে অশোকনগরের ‘আমেরিকান দাদা’র দোকান ভাঙচুরের ‘হুমকি’

অভিযুক্তের খোঁজে পুলিশ।

Owner of a Biriyani shop get threat call
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 21, 2025 11:51 am
  • Updated:May 21, 2025 11:51 am  

অর্ণব দাস, বারাসত: পছন্দ হয়নি বিরিয়ানির স্বাদ! সেই রাগে অশোকনগরের ‘আমেরিকান দাদা’র দোকান ভাঙচুরের হুমকির অভিযোগ। ফোন পেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী। ফোন নম্বরের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে পুলিশ।

অশোকনগরের বুকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন ‘আমেরিকান দাদা’ দীপঙ্কর অধিকারী। তাঁর বিরিয়ানির টানে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন দোকানে। কার্যত প্রতিদিনই উপচে পড়ে ভিড়। জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক ‘আমেরিকান দাদা’র দোকানে গিয়েছিলেন। তিনি পার্সেল করে বিরিয়ানি বাড়ি নিয়ে যান। এরপর রাতে অপরিচিত নম্বর থেকে দীপঙ্কর অধিকারীর কাছে ফোন যায়। তিনি ধরতেই ওপ্রান্ত থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দোকান ভাঙচুরের ভয় দেখানো হয়। কারণ হিসেবে জানান, তাঁর বিরিয়ানির স্বাদ ভালো লাগেনি!

এরপর এর এক মুহূর্তও দেরি করেননি দীপঙ্কর। রাতেই অশোকনগর থানায় যান তিনি। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেটি পুলিশকে দিয়ে এফআইআর করেন। তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয়ে দীপঙ্কর বলেন, “আমার শরীর খারাপ। দোকানে ছিলাম না যখন উনি এসেছিলেন। আমি বাড়িতে ব্যবসা করি। পরিবার আছে, আরও বহু মানুষ আমার উপর নির্ভরশীল। তাই হুমকি পেয়েই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement