Advertisement
Advertisement

Breaking News

Purulia

ভোটকেন্দ্রে পদ্মশ্রী দুখুর বৃক্ষরোপণের বার্তা, পিঙ্ক বুথ যেন একটুকরো পুরুলিয়া

ভোটকেন্দ্রেই ছিল ম্যাসকট পলাশমণির সঙ্গে সেলফি তোলার সুযোগ।

Lok Sabha Election 2024: Padmashree awardee spread awareness on plant in Purulia booth
Published by: Sayani Sen
  • Posted:May 25, 2024 4:06 pm
  • Updated:May 25, 2024 5:39 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোটগ্রহণ কেন্দ্র মানেই দীর্ঘ লাইন। হুড়োহুড়ি, ধাক্কা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। চোখ-মুখ শুকনো প্রিসাইডিং অফিসারের। মোটের ওপর এমনই ছবি থাকে বুথের। কিন্তু পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের বুথ একেবারেই ব্যতিক্রম। ষষ্ঠ দফার ভোটে(Lok Sabha Election 2024) শনিবার ভোট গ্রহণ কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে বৃক্ষরোপণের বার্তা। এই তাপপ্রবাহে ওই বুথের ট্যাগ লাইন, ‘একটি গাছ একটি প্রাণ’। সেই সঙ্গে রুখাশুখা পুরুলিয়ায় জলের অপচয় রুখতেও বার্তা। এই সচেতনতার বার্তার পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রেই এক টুকরো পুরুলিয়াকে তুলে ধরেছে নির্বাচন কমিশন তথা পুরুলিয়া জেলা প্রশাসন। যেখানে পুরুলিয়ার লোকসংস্কৃতি থেকে পুরাকীর্তি। ঐতিহ্য থেকে জেলার গর্ব-র নানান ছবি বন্দি হয়েছে ফ্রেমে।

রয়েছে রাজ্য থেকে পুরস্কার নিয়ে আসা পুরুলিয়া জেলা প্রশাসনের নির্বাচনী ম্যাসকট
পলাশমণির সঙ্গে সেলফি তোলার সুযোগও। এই বুথ যে মডেল পিঙ্ক বুথ। মহিলা পরিচালিত এই বুথে নিরাপত্তারক্ষী হিসাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মহিলা। পুরুলিয়া (সদর ) মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ বলেন, “ভোট দান কেন জরুরি মডেল বুথ দিয়ে আমরা সেটা বোঝাতে চেয়েছি। পুরুলিয়ার সংস্কৃতি, পর্যটনকে তুলে ধরা হয়েছে। এই প্রথম জেলায় বৃহৎ আকারে মডেল বুথ হল। এই সফলতা থেকে আমরা আগামী দিনে আরও ভালো মডেল বুথ করতে পারবো।”

Advertisement

[আরও পড়ুন: ‘কেশপুর পাকিস্তান’! ঘেরাও হয়ে ‘লুঙ্গিবাহিনী’কে শিক্ষা দিতে বেলাগাম আক্রমণ হিরণের]

আসলে এবার পুরুলিয়ার নির্বাচনী আইকন পদ্মশ্রী দুখু মাঝি। তাই তাঁর গাছ রোপনের বার্তাকে বুথে তুলে ধরেছে কমিশন। দুখুর ছবিও রয়েছে বুথে। লোকসংস্কৃতির ফ্রেমে জায়গা করে নিয়েছে করম নাচ, ছৌ নাচ, টুসুর চৌডল, পটচিত্র, সহরায় বা বাঁদনার আলপনা, নানান কারুকাজে রঙবাহারি দেওয়াল চিত্র। সেই সঙ্গে চাকলতোড়ের ছাতা পরব। ঐতিহ্যের ফ্রেমে কাশিপুর রাজবাড়ি, বরাবাজার রাজবাড়ির রাসমঞ্চ। পুরুলিয়ার গর্ব হিসাবে ওই মডেল বুথে জায়গা করে নিয়েছে পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রকল্পের আপার ড্যাম, অযোধ্যা পাহাড়ের পাকদন্ডি পথ। সর্বোপরি পদ্মশ্রী দুখু মাঝি।

Advertisement
Dukhuram
পদ্মশ্রী দুখু মাঝি

তাঁর কথায়, ” নেতা থেকে রাজনৈতিক দলগুলো ভোট প্রচারে কত কথা-ই না বললেন। কত রকমের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু গাছ রোপনের একটা বার্তাও দিলেন না। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তথা পুরুলিয়া জেলা প্রশাসন ভোটগ্রহণ কেন্দ্র থেকে বৃক্ষরোপণের কথা বলায় আমার মনটা যেন খানিকটা শান্তি পেল। আমি পুরুলিয়া প্রশাসনের তরফে নির্ভয়ে ভোটদানের কথা যেমন বলেছি। তেমনই সেই প্রচারের সঙ্গে বৃক্ষরোপণেরও বার্তা দিয়েছি।”

Gardening
পুরুলিয়ার ভোটগ্রহণ কেন্দ্রে বৃক্ষরোপণের বার্তা

ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বনমহলের এই জেলার জন্মের ইতিহাসও তুলে ধরা হয়েছে এই মডেল বুথে। আরও রঙিন করে তোলা হয়েছে ছৌ মুখোশ সজ্জায়। মডেল বুথের সুপারভাইজার রিনা মুখোপাধ্যায় বলেন, “পুরুলিয়ায় মহিলা পরিচালিত মোট পিঙ্ক বুথ রয়েছে ১৪ টি। তার মধ্যে এই গোলাপি বুথকে মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। ভোটারদের প্রশংসা
শুনে দিনের শেষে মনে হচ্ছে আমাদের প্রয়াস সার্থক।” শুধু সাজানো গোছানো বা সচেতনতার বার্তা নয়। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা। বসার ব্যবস্থা রয়েছে বরিষ্ঠ নাগরিক থেকে সাধারণ ভোটারদেরও। পলাশমণি ছাড়াও সেলফি জোন রয়েছে আই এম এ প্রাউড ভোটার ক্যাচ লাইনেও।

পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে পিঙ্ক মডেল বুথ

পুরুলিয়া শহরের ভোটার অর্ণব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট দিতে এসে আমরা পলাশমনির সঙ্গে সেলফিও তুলেছি। বেশ মজা হয়েছে।” আরেক ভোটার অগ্নিশিখা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এতো দিন পুরুলিয়া শহরে ভোট দিচ্ছি এমন বুথ দেখিনি। ভোটগ্রহণ কেন্দ্র থেকে গাছ রোপনের বার্তা দেওয়া হচ্ছে। সত্যি খুব ভালো। পদ্মশ্রী দুখু মাঝির কাজকে উপস্থাপিত করা হয়েছে। আমাদের মতো বয়স্ক মানুষদের বসতে দিয়ে, জল খাইয়ে ভোট দানের ব্যবস্থা করানো হয়। এমন বুথ যেখানে কোন হুড়োহুড়ি নেই। কোন ধাক্কা নেই। কোন ঝামেলা নেই।” বুথে যে বাজছে যন্ত্রসঙ্গীত। ‘মোরে আরও আরও আরও দাও প্রাণ….।’

Palashmoni
পুরুলিয়ার নির্বাচনী ম্যাসকট পলাশমণির সঙ্গে সেলফি। ছবি: সুনীতা সিং

[আরও পড়ুন: ‘ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব’, ভোটদানের পর মন্তব্য নন্দীগ্রামের রথিবালার মেয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ