Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: গণনাকেন্দ্রে তীব্র গন্ডগোল, কেন্দ্রীয় বাহিনীর ‘মারে’ গুরুতর জখম চোপড়ার TMC বিধায়ক

মাথায়, বুকে আঘাত নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভরতি তিনি।

Panchayat Election: TMC MLA from Chopra got seriously injured after allegedly beaten by central force at counting centre | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 12, 2023 9:51 am
  • Updated:July 12, 2023 9:57 am

শংকরকুমার রায়, রায়গঞ্জ: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) গণনা চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ‘মার’! গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি চোপড়ার তৃণমূল বিধায়ক (TMC MLA) হামিদুল রহমান। তাঁকে ইসলামপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ইসলামপুরে (Islampur)। অভিযোগের তির নিরাপত্তায় মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকেই।

রাতভর চলেছে পঞ্চায়েত ভোটের গণনা। উত্তর দিনাজপুরে রাত ২টো নাগাদ গণনা শুরু হয় জেলা পরিষদ (ZP) স্তরের। ৩টে নাগাদ গণনাকেন্দ্র ইসলামপুর হাই স্কুলে পৌঁছন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এবার তাঁর মেয়ে আর্জিনা বেগম জেলা পরিষদে নির্দল প্রার্থী হয়ে লড়েছেন। মূলত তাঁর ফলাফল দেখতেই গিয়েছিলেন হামিদুল। অভিযোগ, গভীর রাতে গণনাকেন্দ্রে প্রচুর তৃণমূল সমর্থকের ভিড় হয়। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।

Advertisement

[আরও পড়ুন: ইসলাম নিয়ে ভারত গর্বিত! মুসলিম সম্মেলনে গিয়ে মন্তব্য অজিত ডোভালের]

বিধায়কও গন্ডগোলের মাঝে পড়েন এবং অভিযোগ, বাহিনীর জওয়ানরা তাঁকে ব্যাপক মারধর করে। হামিদুল রহমানের মাথা ফেটে গিয়েছে। বুকে আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে তড়িঘড়ি ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। এরপর চিকিৎসকরা আর ঝুঁকি না নিয়ে বিধায়ককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পরামর্শ দেন। আজ ভোরে তাঁকে শিলিগুড়ি (Sliliguri) নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘নো ভোট টু মমতা এখন নাউ ভোট ফর মমতা’, ‘তৃণমূলে নবজোয়ারে’ উচ্ছ্বসিত অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ