Advertisement
Advertisement
Panchayat Poll:

Panchayat Poll: ফের উত্তপ্ত কোচবিহারের গীতালদহ, এবার গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।

Panchayat Poll: A TMC worker injured in Cooch behar's Gitaldaha | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 28, 2023 9:25 am
  • Updated:June 28, 2023 1:50 pm

বিক্রম রায়, কোচবিহার: অশান্তির ২৪ ঘণ্টা পেরনোর আগে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cocch Behar) গীতালদহ। ফের চলল গুলি। জখম এক তৃণমূল প্রার্থীর ভাই। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।

জানা গিয়েছে, দিনহাটার গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরামের প্রার্থী তথা বিদায়ী প্রধান বিজলি খাতুন। মঙ্গলবার তাঁর হয়েই চলছিল প্রচার। অভিযোগ প্রচার সেরে ফেরার পথে বিজলির ভাই সাহানুর হককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তড়িঘড়ি গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কোচবিহারের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: সেনায় যোগ দিতে চেয়েছিলেন মমতা, ছেলেবেলার ইচ্ছের কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী]

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৫ জন। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছিল। ঘটনার নেপথ্যে বাংলাদেশের দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই ঘটনার কয়েকঘণ্টার ব্যবধানে ফের চলে গুলি।

Advertisement

[আরও পড়ুন: বারাকপুরের পুনরাবৃত্তি মালদহে, সোনার দোকানে লুটপাট, বাধা দিতে গিয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ