Advertisement
Advertisement

Breaking News

Bakkhali

নিয়ন্ত্রণ হারিয়ে বকখালির নয়ানজুলিতে পড়ল পর্যটক ভরতি গাড়ি, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

স্থানীয়দের অভিযোগ, মদ্যপ ছিলেন গাড়ির চালক।

Passenger vehicle dives in a pond, locals start rescue efforts | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 19, 2021 2:19 pm
  • Updated:October 19, 2021 2:56 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দু’দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত আমজনতা। এই পরিস্থিতিতে বকখালিতে (Bakkhali) ঘুরতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রী ভরতি গাড়ি। স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। 

জানা গিয়েছে, ফলতার বাসিন্দা তিনজন ঘুরতে গিয়েছিলেন বকখালিতে। সোমবার বিকেলে গাড়িতে হোটেল থেকে বেরিয়েছিলেন চালক-সহ তিনজন। তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি হোটেলের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়ানো এক মহিলাকে ধাক্কা দেয়। জখম হন তিনি। এরপরই গাড়িটি পড়ে যায় নয়ানজুলিতে। 

Advertisement

Advertisement

[আরও পড়ুন: সম্প্রীতির নজির বাদুড়িয়ায়, মুসলিম প্রতিবেশীদের কাঁধে চড়ে শেষকৃত্য সম্পন্ন হিন্দু যুবকের]  

বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা প্রথমে আহত মহিলাকে উদ্ধার করে  তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে শুরু হয় গাড়িটিকে নয়ানজুলি থেকে উদ্ধার করার কাজ। গাড়িতে আটকে পড়া পর্যটকরা নিজেরাও চেষ্টা করেন বেরিয়ে আসার। স্থানীয়রা গাড়িতে দড়ি বেঁধে সেটিকে তুলে আনার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় আটকে থাকা পর্যটকদের। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকে সুস্থ রয়েছেন। স্থানীয়দের দাবি, মদ্যপ ছিলেন গাড়ির চালক। সেই কারণেই এই বিপত্তি।

 

[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ফের বাধার মুখে দিনহাটার বিজেপি প্রার্থী, উঠল ‘জয় বাংলা’ স্লোগান, তীব্র উত্তেজনা]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ