Advertisement
Advertisement

Breaking News

ফের ভুল ঘোষণায় ধুন্ধুমার সোদপুর স্টেশনে, রেল অবরোধ নিত্যযাত্রীদের

কেবিনে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা।

Passengers stage blockade at Sodepur rail station
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 8, 2018 11:45 am
  • Updated:September 8, 2018 12:58 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: শিয়ালদহ মেন লাইনে সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল বহু লোকাল ট্রেন। তার মধ্যেই প্ল্যাটফর্মে ভুল ঘোষণায় ফের ধুন্ধুমার কাণ্ড সোদপুর স্টেশনে। প্রতিবাদে এক নম্বর প্ল্যাটফর্মের কেবিনে ভাঙচুর চালালেন নিত্যযাত্রীরা। এমনকী, কেবিনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। সকাল থেকে চলছে রেল অবরোধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। ভরা অফিস টাইম নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে।

[ ফের ভুল ঘোষণায় রণক্ষেত্র সোদপুর স্টেশন, শিয়ালদহ মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল]

Advertisement

শিয়ালদহ মেন লাইনে বারাকপুর ও ইছাপুর স্টেশনে মাঝে চলছে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানোর কাজ। আগামী সোমবার পর্যন্ত ১৫৮টি লোকাল ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। এদিকে শুক্রবার সন্ধ্যায় আবার দমদম ও বিধাননগর স্টেশনে মাঝে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ মেন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। ফলে যাত্রীদের ক্ষোভই ছিল। শনিবার সকাল ফের প্ল্যাটফর্মে ভুল ঘোষণায় রণক্ষেত্রের চেহারা নিল সোদপুর স্টেশন। যাত্রীদের অভিযোগ, শনিবার সকালে সোদপুর স্টেশনে ঘোষণা করা হয়, যে দশটার সময়ে শিয়ালদহগামী রানাঘাট লোকাল আসবে। কিন্তু, ঘোষিত সময়ে থেকে অনেক দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছয়। আর তাতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুধুমাত্র রেল অবরোধ করে ক্ষান্ত হননি নিত্যযাত্রীরা। এক নম্বর প্ল্যাটফর্মের কেবিনে চলল ভাঙচুর। যাত্রীরা এতটাই ক্ষুব্ধ ছিলে্ন যে, কেবিনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। শেষ খবর অনুয়ায়ী, সকাল দশটা থেকে এখনও পর্যন্ত অবরোধ চলছে সোদপুর স্টেশনে। শিয়ালদহ মেন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। সপ্তাহের শেষ কাজের দিনে দুর্ভোগের একশেষ নিত্যযাত্রীদের।

Advertisement

মাস কয়েক আগেও ভুল ঘোষণার কারণে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল সোদপুর স্টেশনে। স্টেশন মাস্টারের কেবিন ও টিকিট কাউন্টারে ভাঙচুর চালিয়েছিলেন নিত্যযাত্রীরা। স্টেশনে ইঁটবৃষ্টি, ভাঙচুর বাদ যায়নি কিছুই। ঘটনাচক্রে সেবারও গণ্ডগোল শুরু হয়েছিল সকাল দশটাতেই। যাত্রীদের অভিযোগ, স্টেশনে ঘোষণা করা হয়েছিল, দুই নম্বর প্ল্যাটফর্মে ডাউন গেদে লোকাল আসছে। ট্রেন ধরতে অনেকেই দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে শুরু করেছিলেন। কিন্তু, গেদে লোকাল নয়, সোদপুর স্টেশনে এসে হাজির হয় একটি থ্রু ট্রেন। ঝড়ের গতিতে ট্রেনটি প্ল্যাটফর্ম দিয়ে চলে যায়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

[ সিগন্যালিংয়ের কাজের জের, আজও শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ