BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মদের আড্ডায় মাথা থেঁতলে খুন, রায়গঞ্জে পুলিশের জালে ২ সন্দেহভাজন

Published by: Paramita Paul |    Posted: April 9, 2022 9:32 am|    Updated: April 9, 2022 9:33 am

Raiganj Youth killed | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের খুন উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জে। রাতের অন্ধকারে মাঠে মাথা থেঁতলে নৃশংসভাবে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) শহর সংলগ্ন ছত্রপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে রাতেই দুই সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার বিবরণ জানার চেষ্টা করছে পুলিশ।

শুক্রবার রাতে ছত্রপুরের ইটভাটা মাঠ থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি মদ বিক্রি হয়। আর মদ বিক্রিকে কেন্দ্র করে যুবকদের রোজ আড্ডা জমে সেখানে। সেই আড্ডাস্থল থেকেই উদ্ধার হয় দেহ।

[আরও পড়ুন: ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ফাঁদ, বাংলাদেশকে বাগে আনতে নয়া ছক চিনের]

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নকুল দেবনাথ (২৭)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে ঠিক কী কারনে এই খুন (Murder Case), তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেআইনি মদের আসরে পুরনো লেনদেন বা রাগকে ঘিরেই যাবতীয় অশান্তির সূত্রপাত।

রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার বলেন,” পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” ইতিমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করে জেরা করছে পুলিশ। এই নৃশংস খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। 

[আরও পড়ুন: পড়ুয়া বোঝাই স্কুলবাস নিখোঁজ কাণ্ড: সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ আতঙ্কিত অভিভাবকরা]

প্রসঙ্গত, শুক্রবারই খাস কলকাতায় (Kolkata) চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। নারকেলডাঙায় খালের পাশ থেকে উদ্ধার যুবকের দেহ। ওই যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের মা নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবকের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তও করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর ময়নাতদন্ত রিপোর্টেও খুনের আগে প্রচণ্ড মারধরের প্রমাণ মিলেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার তিনজন। আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে