Advertisement
Advertisement
Local train

চলন্ত ট্রেনে গুলি, হাওড়া-বর্ধমান লোকালে রক্তারক্তি

এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।

Shoot out at local train in Howrah-Burdwan division । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 15, 2023 2:03 pm
  • Updated:December 15, 2023 4:51 pm

সৌরভ মাজি ও অর্ক দে: চলন্ত হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চলল গুলি। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল। তাঁর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। 

বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ জিআরপিতে খবর পৌঁছয় হাওড়া-বর্ধমান লোকালের একজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বর্ধমানের পালসিটে দাঁড়িয়ে থাকা ওই লোকাল ট্রেনে যুবককে উদ্ধার করা হয়। মৃতের গায়ে জিআরপির পোশাক। পাশে পড়ে বন্দুক। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি জিআরপি কনস্টেবল। তিনি পূর্ব বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। রাতের ট্রেনে কর্তব্যরত ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গিয়ে রোগী জানলেন তিনি মৃত! শোরগোল জলপাইগুড়িতে]

দেহের পাশ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের প্রাথমিক অনুমান সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কী কারণে আত্মঘাতী হয়েছেন ওই জিআরপি কনস্টেবল, তা এখনও স্পষ্ট নয়। কর্মক্ষেত্রে নাকি পারিবারিক কোনও সমস্যায় পড়েছিলেন শুভঙ্কর, এখনও জানা যায়নি। তবে রাতের ট্রেনে ঘটা এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা: কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে সংশয়! SSKM-এর বিরুদ্ধে বিস্ফোরক ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ