Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari's meeting at Chandrakona did not get police clearance

‘পুলিশি বাধা’য় চন্দ্রকোণার অনুষ্ঠান বাতিল, ‘পরে আরও বড় সভা হবে’, চ্যালেঞ্জ শুভেন্দুর

চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর।

Suvendu Adhikari's meeting at Chandrakona did not get police clearance । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 3, 2023 9:01 am
  • Updated:April 3, 2023 12:53 pm

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পুলিশি বাধার অভিযোগে কৃষক সভা বাতিল করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিজেপির দাবি, পরে আরও বড় সভা হবে। তবে সোমবার দুপুরে চন্দ্রকোণায় যাবেন তিনি। স্থানীয় কার্যালয়ে সামনে কৃষকদের সঙ্গে কথা বলবেন। 

সোমবার চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে কৃষক সভা ছিল শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভায় অনুমতি দেয়। সেই অনুযায়ী অনুমতি চেয়ে চন্দ্রকোণা থানায় আবেদন জানান তাঁরা। থানা থেকে সভার অনুমতির বিষয়ে সে সময় কিছুই জানানো হয়নি। সভার প্রস্তুতি শুরু করে বিজেপি। কিন্তু দিনকয়েক আগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সভার অনুমতি প্রত্যাহার করে স্কুল কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে লিখিতভাবে বিজেপিকে নেতৃত্বকে কিছুই জানানো হয়নি বলেই অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ‘CBI ডেকেছিল, নিশ্চয়ই বড় নাম বলেছে, তাই খুন’, শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে বিস্ফোরক দিলীপ]

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সভা শুরুর ৪৮ ঘণ্টা আগে রাজনৈতিক দলকে অনুমতি চাইতে হবে। আর ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সভা বাতিল কিংবা অনুমতি দিতে হবে। তবে বিজেপির দাবি, এখনও পর্যন্ত পুলিশের তরফে বাতিলের কথা জানানো হয়নি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি জানান, ঝাঁকড়া হাইস্কুলের প্রধানশিক্ষক অনুমতি দিয়েছিলেন বলেই তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন। তাই সভা বাতিলের কোনও প্রশ্ন নেই। সোমবার দুপুর ৩টেয় সভা হবেই বলে চ্যালেঞ্জও করে বঙ্গ বিজেপি শিবির। তবে কিছুক্ষণের মধ্যে অবস্থান বদল করেন শুভেন্দু। জানিয়ে দেন, সোমবার নয়। আগামিদিনে আরও বড় সভা হবে। তবে কী কারণে সভা বাতিল, সে বিষয়ে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘সুস্থ থাকতে’ মেঝে খুঁড়ে আট ফুট গর্ত! উত্তরপাড়ায় ভাড়াটিয়ার কাণ্ডে তাজ্জব বাড়িওয়ালি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ