Advertisement
Advertisement
হনুমান, রাজনীতি

দলীয় পতাকায় মুড়ে হনুমানের শেষকৃত্য! প্রাণীকে নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়৷

The deadbody of a monkey is covered with flag of TMC in Burdwan
Published by: Sucheta Sengupta
  • Posted:April 4, 2019 7:52 pm
  • Updated:April 4, 2019 7:52 pm  

সৌরভ মাজি, বর্ধমান:  পথে আহত হনুমানকে শত চেষ্টাতেও বাঁচানো যায়নি৷ পূ্র্ব বর্ধমানের কুড়মুন গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত হনুমানটির সৎকার হয়েছে যথাযথভাবেই৷ আর এখানেই ছবিটা একটু ভিন্ন৷ দেখা গেল, খাটিয়ায় মৃত হনুমানের শরীরে জড়ানো তৃণমূলের দলীয় পতাকা৷

                                           [ আরও পড়ুন :  স্বামীকে লেটার মার্কস-সহ পাশ করাতে মানসের ছায়াসঙ্গী গীতারানি]

কুড়মুন ১ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা৷ প্রাণীর শরীরেও কি লাগল রাজনীতির রং? এনিয়ে জোর তরজা চলছে নেটদুনিয়ায়৷ বুধবার বেলা ১১টা নাগাদ ছোটবেলুন মাঠে অসুস্থ অবস্থায় একটি হনুমানকে পড়ে থাকতে দেখা যায়৷ স্থানীয়দের নজরে আসার পর তাঁরা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায় পশু হাসপাতালে৷ তবে, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় চারপেয়ের৷ এরপর তাকে ফিরিয়ে আনা হয় ছোটবেলুন বাজারে৷ সেখানেই গ্রামের লোকজন জড়ো হয়ে যান৷ কোনও ব্যক্তির মৃত্যুতে যেমন শোকের আবহ তৈরি হয়, তেমনই খোল-করতাল সহযোগে বাঁশের খাটিয়া করে হনুমানটিকে গ্রামে ঘোরানো হয়৷ এরপর বাজারের তৃণমূল কার্যালয়ের সামনে সমাধি দেওয়া হয়৷ তখনই দেখা যায়, স্থানীয় তৃণমূল কর্মীরা দলীয় পতাকা জড়িয়ে দিয়েছেন মৃত হনুমানের শরীরে৷

Advertisement

                                            [ আরও পড়ুন : বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিমল গুরুংয়ের দুই সহযোগী]

আর এখানেই চমকে গিয়েছেন সকলে৷ হনুমানকে নিয়ে কেন রাজনীতিকরণ? একেবারে  দলীয় নেতা, কর্মীদের মতো শরীর পতাকায় মুড়ে দেওয়া হল কোন উদ্দেশে? কুড়মুন ১-এর পঞ্চায়েত প্রধান তৃণমূলের বলাই বাউড়ি ঘটনার কথা স্বীকার করেছেন। তবে, কারণ কিছু বলতে পারেননি৷ অনেকেই বলছেন, ভোটের বাজারে হনুমানকে নিয়ে রাজনীতি করারও একটা কারণ আছে বটে৷ মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা ভক্তদের মুখের উপর জবাব দিতে চাইছিলেন ঘাসফুল শিবিরের সদস্যরা৷ হয়ত তাই এক হনুমানের মৃত্যুর শোভাযাত্রায় এমন আয়োজন৷ তবে, এনিয়ে হাসাহাসিও কম হচ্ছে না৷ কেউ কেউ বলছেন, ব্যাপারটা খাঁটি পশুপ্রেমের হলে একরকম হত৷ কিন্তু যা ঘটল, তা তো পুরোপুরি রাজনীতি ছাড়া কিছুই নয়৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement