Advertisement
Advertisement

Breaking News

প্রচার গাড়িতে ‘এমপি’ লেখা বোর্ড! বিতর্কে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ

মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের বিজেপির।

TMC candidate Arpita Ghosh's poll campaign sparks row
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 29, 2019 7:17 pm
  • Updated:March 29, 2019 7:19 pm

রাজা দাস ও শান্তনু কর: গাড়িতে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি লেখা বোর্ড লাগিয়ে চলছে ভোটের প্রচার। বিতর্কে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তাঁর বিরুদ্ধে জেলার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে এমপি বোর্ড লাগানো গাড়িতে ভোট প্রচারের অভিযোগ অস্বীকার করেছেন অর্পিতা ঘোষ।  

[ আরও পড়ুন:আদালতের নির্দেশে প্রার্থীর প্রবেশ বারণ, বিষ্ণুপুরে প্রচারে সংশয়ে বিজেপি কর্মী,সমর্থকরা]

Advertisement

গতবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্পিতা ঘোষ। এবারও ওই কেন্দ্রে বিদায়ী সাংসদকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। খাতায়-কলমে ভোটের ফল না বেরোনো পর্যন্ত অর্পিতা ঘোষই বালুরঘাটের সাংসদ থাকবেন। কিন্তু ঘটনা হল, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে গোটা দেশেই। রাজ্যের সর্বত্রই মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার-ব্যানার-ফ্লেক্স ঢেকে দিয়েছে প্রশাসন। অথচ বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ নিজের গাড়ি থেকে এমপি লেখা বোর্ডটি খোলেননি বলে অভিযোগ। এমনকী, সেই গাড়িতে চেপে তিনি প্রচারও চালাচ্ছেন। 

Advertisement

এবারের লোকসভা ভোটে এ রাজ্যে সবার আগে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি কেন্দ্রে প্রচারেও নেমে পড়েছেন প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুর জেলা  বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, বালুরঘাটে যে গাড়িতে চড়ে প্রচার করছেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ, সেই গাড়িতে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি লেখা বোর্ড লাগিয়ে রেখেছেন তিনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক। বালুরঘাটের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষের অবশ্য দাবি, মনোনয়নপত্র জমা দেওয়ার পরই গাড়ি থেকে এমপি লেখা বোর্ডটি খুলে ফেলেছেন। এদিকে জলপাইগুড়িতে আবার নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় দলের প্রার্থী ভাগীরথ রায়ের সমর্থনে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠে জনসভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অভিযোগ, সভার মাইক লাগানো হয় রাস্তার পাশের সরকারি ইলেট্রিক পোস্টে। নির্বাচনী পর্যবেক্ষকের নির্দেশে অবশ্য তড়িঘড়ি মাইকটি খুলেও ফেলা হয়।

[ আরও পড়ুন: ভোট চাইতে ঘরে ঢুকবেন না, বিকাশরঞ্জনের বিরুদ্ধে গৃহস্থের দরজায় নোটিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ