Advertisement
Advertisement
মিমি চক্রবর্তী

রমজান নিয়ে ‘রাজনীতি’! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মিমি

রমজানের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তারকা প্রার্থী৷

TMC candidate Mimi Chakrborty trolled over Ramzan attire
Published by: Sayani Sen
  • Posted:May 8, 2019 4:50 pm
  • Updated:May 8, 2019 4:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মিমি চক্রবর্তীর৷ গ্লাভসের পর পর এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন তিনি৷ নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী৷ ধর্মকে হাতিয়ার করে তিনি জয়ী হওয়ার চেষ্টা করছেন বলেই দাবি নেটিজেনদের৷

[ আরও পড়ুন:  ‘তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না’, মোদিকে তোপ মমতার]

ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় বিনা নোটিসেই মিমি জানতে পারেন যাদবপুর থেকে ভোটে লড়ছেন তিনি৷ তারপর আর এক মুহূর্তও দেরি করেননি৷ ওইদিন সন্ধে থেকেই কোমর বেঁধে লেগে পড়েন জনসংযোগের কাজে৷ দুঁদে রাজনীতিক অরূপ বিশ্বাসের কথা মতো প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ভোটের মাঝে রমজান মাস পড়ায় তা নিয়ে বিরক্ত তৃণমূল৷ সেই ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচারে সুর চড়িয়েছেন মিমি৷ মুসলমান ভোটারদের কষ্টে শামিল হওয়ার জন্য আগেই জানিয়েছিলেন রোজা রাখবেন৷ কথা রাখলেন তারকা প্রার্থী৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷ রাখছেন রোজাও৷ এই পোস্ট ঘিরেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ নেটিজেনদের একাংশের দাবি, এভাবেই নাকি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছেন মিমি৷ ধর্মকে হাতিয়ার করেই একটি সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করার চেষ্টা করছেন তিনি৷ তবে কেউ কেউ আবার মিমির পাশেও দাঁড়িয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি সৌজন্য দেখিয়েছেন বলেও দাবি অনেকের৷

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনী প্রচারে বিপত্তি, গোয়ালতোড়ে মঞ্চ ভাঙল নুসরতের]

জলপাইগুড়ির পাণ্ডাপাড়া থেকে পড়াশোনার জন্য কলকাতায় চলে আসেন মিমি৷ সেখান থেকে আচমকাই ছোটপর্দায় কাজ পান৷ বর্তমানে টলিউডের প্রথম সারির নায়িকা৷ কেরিয়ারের প্রথম ইনিংস যথেষ্ট সফল তিনি৷ দ্বিতীয় ইনিংসে রাজনীতির আঙিনায় এক্কেবারে আনকোরা মিমি৷ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন৷ তাঁর বিপরীতে বামেদের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ যিনি দুঁদে রাজনীতিক৷ এই কেন্দ্রে পদ্ম শিবিরের যোদ্ধা অনুপম হাজরা৷ রাজনীতির ময়দানে এক্কেবারে আনকোরা নন বিজেপি প্রার্থী৷ হাড্ডাহাড্ডি লড়াই লড়ে মিমি আদৌ সাংসদ হতে পারেন কিনা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে৷ উত্তরের জন্য আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ