Advertisement
Advertisement

Breaking News

বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

খুনের ঘটনায় ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিআইডি সূত্রে খবর৷

TMC leader’s son held in Trilochan Mahato murder case
Published by: Kumaresh Halder
  • Posted:September 15, 2018 5:50 pm
  • Updated:September 15, 2018 5:50 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরুলিয়ায় বিজেপি যুবকর্মী ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর ছেলেকে গ্রেপ্তার করল সিআইডি৷ ধৃত তৃণমূল নেতার ছেলে সন্দীপ মাহাতোকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি এফআইআরে নাম থাকা আরও এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা৷ ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার৷

গোয়েন্দা সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় উত্তম পাল নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে সিআইডি৷ উত্তম পালের গ্রেপ্তারির ২৪ ঘণ্টার ব্যবধানে শুক্রবার সৃষ্টিধর মাহাতোর ছেলে সন্দীপ-সহ আরও এক তৃণমূল কর্মীকে পাকড়াও করেন গোয়েন্দারা৷ ধৃতদের আজ আদালতে তোলা হয়৷ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আর্জি জানায় সিআইডি৷ ধৃতদের ৯ দিনের সিআইডি হেফাজতের আর্জি মঞ্জুর করে আদালত৷ একই সঙ্গে, সিআইডিকে গোটা তদন্ত প্রক্রিয়াটি আদালতকে জানানোরও নির্দেশ দেওয়া হয়৷ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ভবানী ভবনে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর৷ খুনের ঘটনায় ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিআইডি সূত্রে খবর৷

Advertisement

[ট্রেলারের ধাক্কায় স্কুলছাত্রী-সহ ৩ টোটো যাত্রীর মৃত্যু, উত্তেজনা এলাকায়]

বিজেপি যুবকর্মী ত্রিলোচন মাহাতো খুনের ঘটনায় মোট চার জনের মধ্যে তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তারির ঘটনায় জেলা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে৷ কারণ, ঘটনার পর থেকেই বিজেপি অভিযোগ করে আসছিল এই ঘটনায় তৃণমূল যুক্ত। তবে এখনই এই বিষয়ে কিছু বলছে না রাজ্য বিজেপি। তাঁরা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে৷

Advertisement

গত ২৮ জুলাই পাঞ্জাবী মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করে সিআইডি। তাকে জেরা করে উত্তম পালের খোঁজ পায় সিআইডি। তার বাড়ি বলরামপুরের রাঙাডিতে। তিনি বলরামপুর ব্লক যুব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন৷ গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বলরামপুরের ২০০ নম্বর বুথে পোলিং ও কাউন্টিং এজেন্টের কাজ করেন৷ গত ১১ জুন তার বাড়িতে একদল দুষ্কৃতী ঢুকে ওই যুব কর্মীর খোঁজ করে। তাকে না পেয়ে তার মোটরবাইক তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু গোটা ঘটনায় পুলিশ কিনারা করতে না পারায় সিআইডি তদন্তভার নেয়। এই যুব কর্মী পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া ছিলেন। কখনও ঝাড়খণ্ডে আত্মীয়ের বাড়িতে আবার কখনও শহর পুরুলিয়ায় বাড়ি ভাড়া করে থাকতেন৷ সেইসময় তিনি পুলিশকে জানিয়েছিলেন, তাকে বিজেপি নেতা-কর্মীরা হুমকি দিচ্ছে বলেই তিনি বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছেন। ওই মোটরবাইক পোড়ানোর ঘটনায় সিআইডি তদন্তভার নিয়েই গত ৩০ আগস্ট ত্রিলোচন মাহাতো খুনে তাকে জেরা করে নানান তথ্য পায়। তারপরই তার নানান গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় গ্রেপ্তার করে সিআইডি৷ গোটা ঘটনার তদন্তে নেমে সন্দীপ মাহাতো নামের আরও এক তৃণমূল কর্মীর সন্ধান পায় সিআইডি৷

[ছাত্র বিক্ষোভে উত্তাল কৃষি বিশ্ববিদ্যালয়, আইসিইউতে ভরতি হলেন উপাচার্য]

গত দু’দিনে দুই তৃণমূল কর্মীর গ্রেপ্তারির ঘটনায় বিজেপির রাজ্যের সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন, “এই বিষয়ে এখনই কিছু বলব না। সিআইডির তদন্ত কোন পথে যাচ্ছে তা দেখছি।” ছেলের গ্রেপ্তারির প্রসঙ্গে এদিন পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো বলেন, ‘‘আইন আইনের পথেই চলবে৷ ছেলে দোষী হলে শাস্তি পাবে৷’’ গত ৩০ মে ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর ২ জুন বলরামপুরের ডাভা গ্রামে আরেক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ এই ঘটনাকেও বিজেপি খুন বলে মামলা করে সিবিআই তদন্তের দাবি করেছে৷ এই ঘটনার দিনই রাজ্য সরকার ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ