Advertisement
Advertisement
Train

পাঁশকুড়া যাওয়ার পথে বিকট শব্দে থামল ট্রেন, আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন যাত্রী

বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে অনুমান।

Train service disrupted in Haldia-howrah | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 14, 2022 9:22 am
  • Updated:October 14, 2022 9:22 am

সৈকত মাইতি, তমলুক: সাতসকালে ট্রেনে বিপত্তি। হাওড়া (Howrah) আসার পথে পাঁশকুড়া স্টেশনের কাছে বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থমকে গেল হলদিয়া-হাওড়া লোকাল। ঘটনার জেরে আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করেন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালে ৭ টা বেজে ১০ মিনিটে হলদিয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় হলদিয়া-হাওড়া লোকাল। পাঁশকুড়া স্টেশনে ঢোকার কিছুটা আগে আচমকা বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থমকে যায় ট্রেনটি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁরা বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী হয়েছে। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে সকলে ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন যাত্রীরা। একে একে নেমে পড়েন বহু যাত্রী। বেশ কয়েকজন যাত্রী জখম হন। যদিও কারও আঘাতই বিশেষ গুরুতর নয়।

Advertisement

[আরও পড়ুন: বগটুইতে আগুন ধরানোর জন্য পেট্রল কেনার অভিযোগ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ডলার]

খবর পেয়েই রেলের তরফে জানানো হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে কি সমস্যা হয়েছে। ইতিমধ্যেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণেই হয়তো এই দুর্ঘটনা। যদিও কারণ এখনও স্পষ্ট নয়। পরীক্ষা নিরীক্ষার পরই বোঝা যাবে বিষয়টা। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত রেল পরিষেবা।

Advertisement

প্রসঙ্গত, প্রতিদিন বহু যাত্রী অফিস করতে এই ট্রেনে কলকাতায় আসেন। ফলে আচমকা ট্রেন থমকে যাওয়ায় প্রবল ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। অনেকেই ইতিমধ্যে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। কেউ কেউ আবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায়।

[আরও পড়ুন: বনদপ্তরের কার্যালয় থেকেই শ্বেতচন্দন গাছ চুরি, বিট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ